টাকার জন্য আইসিসি ভারতকে কিছু বলতে পারে না, দাবি হাফিজের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮ বছর পর টেস্ট দলে ডসন
৯ ঘন্টা আগে
কদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য আড়াই মাসের উইন্ডো দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সময় বেশিরভাগ দলগুলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকবে। আইপিএলকে এমন সুবিধা দিলেও বিগ ব্যাশ কিংবা বিপিএলের মতো টুর্নামেন্টকে বাড়তি সুবিধা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এমন সিদ্ধান্তের পর আইসিসির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। অনেকের মাঝে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতকে কেন এমন সুবিধা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেটার কারণ বলতে গিয়ে মোহাম্মদ হাফিজ ভারতকে আইসিসির বেশি আয় করা ছেলে হিসেবে আখ্যা দিয়েছেন।

এ প্রসঙ্গে হাফিজ বলেন, ‘আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু জানি, আমাদের সমাজে যার টাকা বেশি থাকে তাকেই সবাই বেশি ভালবাসে। সেই বাড়ির পছন্দের ছেলে হয়। তার গালেই সবাই বেশি চুমু খায়। ভারতের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’
বিশ্বের যে কোন জায়গায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলে ভারতের স্পন্সরের অভাব হয় না। এটা অস্বীকার করতে চান না হাফিজ। আর সেটার কারণেই আইসিসি ভারতকে কিছু বলতে পারে না বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
হাফিজ বলেন, ‘ভারত ক্রিকেট থেকে সব থেকে বেশি আয় করে। বিশ্বের যেখানেই ওরা দ্বিপাক্ষিক সিরিজ খেলুক না কেন, পৃষ্ঠপোষক পেতে ওদের কোনো সমস্যা হয় না। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আইসিসিও সেটা জানে। তাই ওরা ভারতকে কিছু বলতে পারে না।’
হাফিজের এই মন্তব্যের পরে অনুষ্ঠানের সঞ্চালক তাকে যখন আবারও প্রশ্ন করেন যে, ভারতকে ‘আইসিসির পছন্দের ছেলে’ কি খেলার জন্য বলছেন নাকি টাকার জন্য, তখন হাফিজ হেসে উত্তর দেন, ‘টাকার জন্য।’