পাকিস্তান সফরের ইংল্যান্ড দলে ৫ নতুন মুখ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮ বছর পর টেস্ট দলে ডসন
৮ ঘন্টা আগে
পাকিস্তান সফরে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইনজুরির কারণে এই দলে জায়গা হয়নি ক্রিস জর্ডান ও লিয়াম লিভিংস্টোনের। এই সিরিজে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন নতুন পাঁচ ক্রিকেটার।
তারা হলেন জর্ডান কক্স, টম হেলম, উইল জ্যাকস, অলি স্টোন এবং লুক উড। এদের মধ্যে ব্যাটার হলেন কক্স ও জ্যাকস। পেসার হলেন হেলম, স্টোন এবং উড।

কাফ ইনজুরি কাটিয়ে ওঠা জস বাটলারই অধিনায়ক থাকছেন এই সিরিজে। তবে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় সাত ম্যাচের মধ্যে শুরু থেকেই খেলা হচ্ছে না তার। বাটলার শুরু থেকে না খেললে অধিনায়কত্ব করবেন মইন আলী।
ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের
৬ ঘন্টা আগে
আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে ইংল্যান্ড ক্রিকেট দল। ২০ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি ম্যাচগুলো হবে ২২, ২৩, ২৫, ২৮, ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর।
এর মধ্যে করাচিতে অনুষ্ঠিত হবে প্রথম চারটি টি-টোয়েন্টি এবং লাহোরে অনুষ্ঠিত হবে বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
পাকিস্তান সফরের জন্য ঘোষিত ইংল্যান্ড দল- জস বাটলার (অধিনায়ক), মইন আলী, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কারান, বেন ডাকেট, লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড ও মার্ক উড।