আমি তো বাংলায় বলি, না বোঝার কিছু নেই: সুজন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের ‘কথায়’ বাংলাদেশে আসছে না শ্রীলঙ্কা-আফগানিস্তানও

১৯ জুলাই ২৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান শক্তিশালী হলেও তাদের বিপক্ষে হারের পর ক্ষুব্ধ হয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি মনে করেন দল কি চায় সেই বার্তা ক্রিকেটারদের কাছে সঠিকভাবেই পৌঁছে দেয়া হয়েছিল।


কোনো ক্রিকেটার যদি বলেন যে দলের বার্তা বুঝতে পারেননি তাহলে তারা মিথ্যে বলছেন। ক্রিকেটারদের সুযোগ সুবিধার দিকটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেখলেও মাঠে ক্রিকেটারদেরই খেলবে হবে বলে জানিয়েছেন সুজন।


promotional_ad

তিনি বলেন, 'বিদেশি কোচরা তো সবাই বিদেশি ভাষায় কথা বলে। কেউ ইংরেজীতে বলে, কেউ হিন্দিতে বলে। আমি তো বাংলায় বলি। আপনি যে বললেন ওরা বোঝে না এটা ভুল কথা। আমি তো বাংলায় বলি, ওরাও বাংলায় শুনেই অভ্যস্থ। না বোঝার কিছুই নেই। আমার মনে হয় সবটাই বুঝেছে।'


আরো পড়ুন

ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের

১২ ঘন্টা আগে
হাসান আলী, শাদাব খান, নাসিম শাহ ও আজহার আলী

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যাটিংয়ের ধরণ দৃষ্টি কটু লেগেছে। ব্যাটারদের মধ্যে কেবল মোসাদ্দেক হোসেনই দলের চাহিদা মোতাবেক খেলতে পেরেছেন। বাকিরা কি দলের চাহিদা বুঝতে পারেননি?


এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, 'এক্সিকিউশন করার দায়িত্ব ওদের, খেলার দায়িত্ব ওদের। সুবিধা দেয়া, অনুশীলনটা গুছিয়ে করা। এটা আমরা করতে পারি। মাঠে খেলবে ওরাই। যদি কোনো প্লেয়ার বলে ক্লিয়ার ম্যাসেজ পাইনি, এমন যদি কোনো কথা থাকে তাহলে ওরা মিথ্যে বলছে। ঢাকায় যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি যদিও নিজেদের মধ্যে খেলেছি কিন্তু আমাদের ম্যাসেজটা ক্লিয়ার ছিল যে কি করতে চাচ্ছিলাম আমরা।'


দ্বিতীয় ম্যাচে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা মরার। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে টাইগারদের। এমনকি একই সমীকরণ অপেক্ষা করছে শ্রীলঙ্কার সামনেও। এখন দেখার বিষয় কারা জিতে মাঠ ছাড়তে পারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball