সাউথ আফ্রিকা লিগের নাম ঘোষণা, নিলাম ১৯ সেপ্টেম্বর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের নাম দেয়া হয়েছে এসএটি-টোয়েন্টি। বুধবার (৩১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন টুর্নামেন্টটির আয়োজক কমিটির প্রধান গ্রায়েম স্মিথ।


আগামী বছরের জানুয়ারী-ফেব্রুয়ারীতে মাঠে গড়াবে এসএটি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসর। এই আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এই নিলামের আগেই প্রত্যেক দল সরাসরি ৫ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাবে।


promotional_ad

নিলামের আগে যে পাঁচজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকছে, যেখানে তিনজন বিদেশী খেলোয়াড়, একজন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার এবং একজন অনভিষিক্ত প্রোটিয়া ক্রিকেটার নিতে হবে।


এই পাঁচজন ক্রিকেটারসহ মোট ১৭ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গড়বে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে ১২ জন করে ক্রিকেটার নেয়ার সু্যোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবমিলিয়ে ২ মিলিয়ন ডলার করে খরচ করতে পারবে একটি দল।


৬ দলের এই টুর্নামেন্টের সবগুলো দলের মালিকানায় থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছয় ফ্র্যাঞ্চাইজি। তাতে আশা করাই যাচ্ছিল কোহলি-রোহিতদের হয়তো এই আসরে দেখা যাবে। কিন্তু বরাবরের মতোই বিদেশের লিগগুলোতে নিজেদের খেলোয়াড় না পাঠানোর নীতিতে শক্ত অবস্থানে আছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাই তাদের খেলা হচ্ছে না এখানেও।


ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে চেন্নাই ও মুম্বাই। তারা দল কিনতে ২৫০ কোটি রুপি খরচা করেছে। দক্ষিণ আফ্রিকার এই লিগটি আইপিএলের আদলেই হতে চলেছে। ১০ বছরের চুক্তির জন্য ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ তাদের ১০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball