নাজিবউল্লাহকে কৃতিত্ব দিচ্ছেন সাকিব, নবির হিরো মুজিব-রশিদরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা আনল বিসিবি
৮ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে অসাধারণ ম্যাচ জয়ের পর দুই স্পিনার মুজিব উর রহমান এবং রশিদ খানকে কৃতিত্ব দিচ্ছেন মোহাম্মদ নবি। অপরদিকে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান কৃতিত্ব দিচ্ছেন নাজিবউল্লাহ জাদরানকে।
তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসকে শুরুতেই ধসিয়ে দেন মুজিব এবং রশিদ। মুজিব নেন নাইম শেখ, এনামুল হক বিজয় এবং সাকিব আল হাসানের উইকেট। অপরদিকে রশিদ নেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেনের উইকেট।

এই দুই স্পিনারের দাপটে ৮৯ রানের মধ্যেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। পরে মোসাদ্দেক হোসেনের ৩১ বলে করা অপরাজিত ৪৮ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৭ রানে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
১৮ জুলাই ২৫
মুজিব-রশিদকে কৃতিত্ব দিয়ে নবি বলেন, ‘প্রত্যেকে জানে রশিদ ও মুজিব বিশ্বমানের স্পিনার, এ কারণে আমরা প্রথম ১০ ওভার ম্যাচে ছিলাম। শুরুতেই কয়েকটি উইকেট পেয়ে যাওয়ায় আমরা এগিয়ে ছিলাম।’
‘প্রত্যেকের জানা, ডেথে আমাদের পাওয়ার হিটাররা আছে। এ কারণে আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম, শুরুতেই যেন উইকেট না হারাই এবং যেন আমাদের পাওয়ার হিটাররা ম্যাচ শেষ করতে পারে।’
লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানের মধ্যেই তিন উইকেট হারায় আফগানরা। এরপর আর উইকেটও হারায়নি তারা। ১৭ বলে ছয়টি ছক্কা এবং একটি চারে অপরাজিত ৪৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাজিবউল্লাহ।
তার প্রশংসা করে সাকিব বলেন, 'আমরা জানতাম নাজিবউল্লাহ বিপজ্জনক ব্যাটসম্যান। সে যেভাবে খেলেছে, ম্যাচটা আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে। শেষ ৬ ওভারে ওদের ৬০ রানের মতো (৬৩) দরকার ছিল। আমাদের মনে হয়েছিল, এরকম উইকেটে ম্যাচ আমাদেরই হাতে। হবে নাজিবউল্লাহকে কৃতিত্ব দিতে হবে, যেভাবে সে খেলেছে।'