সাকিবের অন্যরকম সেঞ্চুরি

ছবি: সাকিব আল হাসান (ফাইল ছবি)

|| ডেস্ক রিপোর্ট ||
নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব
৫৫ মিনিট আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্যরকম এক সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে নিজের শততম টি-টোয়েন্টিতে খেলতে নেমেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন সাকিব।
এর আগে বাংলাদেশের হয়ে একশর বেশি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এদিকে সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে ১৫তম ক্রিকেটার হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে ২০১৮ সালে শততম টি-টোয়েন্টি খেলেন শোয়েব মালিক।
এরপর ক্রমান্বয়ে শততম টি-টোয়েন্টির মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা, মার্টিন গাপটিল, মোহাম্মদ হাফিজ, ইয়ন মরগান, পল স্টার্লিং, মাহমুদউল্লাহ, মুশফিক, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ডেভিড মিলার, রস টেলর, কাইরন পোলার্ড, বিরাট কোহলি এবং সাকিব।

২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাকিবের। এখন পর্যন্ত ৯৯ টি-টোয়েন্টি খেলে ২৩.১০ গড়ে ২ হাজার ১০ রান করেছেন। কোন সেঞ্চুরি না থাকলেও ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা আনল বিসিবি
১০ মিনিট আগে
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রান তারই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদউল্লাহ। এদিকে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ১২১ উইকেট নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার-
১. মাহমুদউল্লাহ রিয়াদ - ১২০ ম্যাচ
২. মুশফিকুর রহিম - ১০১ ম্যাচ
৩. সাকিব আল হাসান - ১০০ ম্যাচ