শুধু বাংলাদেশ নয় হংকংয়ের বিপক্ষেও একই প্রস্তুতি নিতাম: রশিদ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রশিদ খান, ছবি: এসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ-আজমতউল্লাহ

১২ জুন ২৫
রশিদ খান, ফাইল ফটো

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ফজল হক ফারুকি-রহমানুল্লাহ গুরবাজদের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হারের পর খানিকটা আত্মবিশ্বাসের সুরে দাসুন শানাকা বলেন, ‘আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ!’ লঙ্কান অধিনায়কের এমন মন্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন নাভিদ নওয়াজ। 


প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কার সহকারী কোচের সুরে কথা বলেছেন রশিদ খানও। ম্যাচের আগে বাংলাদেশকে খানিকটা সমীহই করছেন আফগান লেগ স্পিনার। তবে প্রস্তুতির বিবেচনায় বাংলাদেশ ও হংকংকে একই কাতারে রাখছেন রশিদ। তিনি জানান, হংকংয়ের বিপক্ষে খেলা হলেও একই প্রস্তুতি নিতো আফগানিস্তান।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘আমার মনে হয় আমরা এমনটা কখনও ভাবি না যে প্রতিপক্ষ দূর্বল বা শক্তিশালী। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি খেলার ফলাফলও না। আমাদের জন্য সবাই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদেরকে সিরিয়াসলি নিই।’


আরো পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

১৮ জুলাই ২৫
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ফাইল ফটো

‘ক্রিকেটার হিসেবে আপনি বেশ ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। আমরা শুধু এটাই করতে পারি। আমরা এভাবে ভাবি না। আগামীকাল যদি হংকংয়ের বিপক্ষে খেলতাম তাহলে আমরা একই প্রস্তুতি নিতাম। যদি ভারতের বিপক্ষে খেললেও আমরা একই প্রস্তুতি নিতাম। আপনি যদি প্রস্তুতির বিবেচনায় কথা বলেন তাহলে দল এবং ক্রিকেটারের প্রস্তুতি সবসময় একই থাকবে।’


এশিয়া কাপের আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার নেতৃত্ব পাওয়ায় বাংলাদেশের জন্য ভালো বলে মনে করছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনার জানিয়েছেন, সাকিবের অভিজ্ঞতা অনেকটা পার্থক্য গড়ে দিতে পারে।


রশিদ বলেন, ‘দেখুন, আগামীকালকের কন্ডিশনটা ভিন্ন হবে। শারজাহর কন্ডিশনটা একটু ভিন্ন। সাকিব এখন দলকে নেতৃত্ব দিচ্ছে। সে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটা অবশ্যই তাদের সহায়তা করবে। তার মতো একজন অভিজ্ঞ কেউ দলকে নেতৃত্ব দেয়া মানে অনেকটা পার্থক্য গড়ে দেবে। একইসঙ্গে আমরা কখনই ভাবি না যে কি ঘটছে। এটার কি কারণ। সবকিছুই আসলে একটা প্রসেস, যার মধ্য দিয়ে আপনি যেতে পারেন। ক্রিকেটার হিসেবে আমরা এটা মাথায় নিতে পারি। আমাদের এটাতে মনোযোগ দিতে হবে।’


বাংলাদেশের বিপক্ষে নিজেদের করণীয় নিয়ে রশিদ বলেন, ‘আমরা আসলে আমাদের রোল আর কাজটা জানি। আমরা জানি আগামীকাল কি করতে হবে। এটা এমন কিছু যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ফলাফল কি হবে, কি ঘটবে এগুলো নিয়ে আপনি ভাবতে পারবেন না। আমরা তাদেরকে হারাতে পারবো, আমরা তাদেরকে হারাতে পারবো না। এটা আসলে আমাদের ক্রিকেটারদের হাতে নেই। আমরা শুধু নিজেদের শতভাগ দিতে পারি এবং খেলাটা উপভোগ করতে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball