হার্দিক-স্টোকসের উদাহরণ দিয়ে শ্রীরাম বললেন, আমাদেরও সাকিব আছে

সাকিব আল হাসান (বায়ে), শ্রীধরন শ্রীরাম (ডানে)
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের আগে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে শ্রীরাম

২৪ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের দু’বার কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম

ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন হার্দিক পান্ডিয়া। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন এই অলরাউন্ডার। কদিন আগে ম্যানচেস্টারে সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন বেন স্টোকস। 


ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের এমন অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতায় ফিরেছে ইংলিশরা। অলরাউন্ডাররা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রায়শই প্রমাণ করে যাচ্ছেন তারা দুজন। অলরাউন্ডারদের নিয়ে কথা বলতে গিয়ে শ্রীধরন শ্রীরাম বললেন, আমাদেরও সাকিব আছে, যে বাংলাদেশ দলে ভারাসাম্য আনে।


promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘হ্যাঁ, অবশ্যই টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার দলের খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ ৪ ওভার বোলিং করতে পারে, পাঁচ বা ছয় নম্বরে নেমে ব্যাটিং করতে পারে, এমনকি ছক্কাও মারতে পারে। এটা অমূল্য। হার্দিক পান্ডিয়া ও বেন স্টোকসের মতো কম খুব ক্রিকেটার আছে। যে দলে এই ধরনের ক্রিকেটার আছে তাদের দলটা ভারসাম্যপূর্ণ হয়।’


আরো পড়ুন

নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব

৪৮ মিনিট আগে
নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব আল হাসান, ফাইল ফটো

‘কখনও আপনি অতিরিক্ত একজন ব্যাটার বা বোলার খেলাতে পারেন। আমি কোন এক জায়গায় পড়েছি যে যদি হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার থাকে তাহলে বলাই যায় ভারতের একাদশে ১২ জন ক্রিকেটার আছে। আমাদেরও সাকিব আছে, যে দলে ভারসাম্য আনে। ৪ ওভার বোলিং করে আবার টপ অর্ডারে ব্যাটিং করে। নিশ্চিতভাবেই এটা সব দলের জন্য বাড়তি ‍সুবিধা।’


এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন সাকিব। নেতৃত্ব পেয়ে বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজের কাজগুলো দারুণভাবে করছে বলে জানান শ্রীরাম। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট আরও জানিয়েছেন, ২০ ওভারের ক্রিকেট নিয়ে সাকিবের চিন্তা-ভাবনা খুবই আধুনিক।


শ্রীরাম বলেন, ‘আমি মনে করি অধিনায়ক খুবই চমৎকার করছে। সাকিবের প্রতি যে প্রত্যাশা করা হয় সেগুলো সে দুর্দান্তভাবে পালন করছে। টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাপারে তার চিন্তা-ভাবনার প্রক্রিয়া খুবই আধুনিক। যেটা বাংলাদেশের জন্য ব্যতিক্রমধর্মী। আমরা সবাই একসঙ্গে, একই জায়গা থেকে কাজ করা একটা দারুণ শুরু হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball