ভারত-পাকিস্তানের একাদশই পছন্দ হয়নি শোয়েবের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শোয়েব আখতারকে ১০০ কোটি টাকার মানহানির হুমকি
১ জুন ২৫
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের একাদশই পছন্দ হয়নি শোয়েব আখতারের। কিংবদন্তি এই পেসারের মতে, দুই দলের অধিনায়কই বাজে একাদশ নিয়ে মাঠে নেমেছে। এর সমালোচনা করেছেন তিনি।
ভারতের একাদশে জায়গা হয়নি ঋষভ পান্তের। তার জায়গায় দলে ছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক দীনেশ কার্তিক। শোয়েবের মতে, পান্তের মতো অসাধারণ একজন ফিনিশারের দলে থাকা উচিত ছিল।

অপরদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বাবর আজমকে ওপেনিংয়ে চান না শোয়েব। তার মতে, পাকিস্তানের অধিনায়কের তিন নম্বরে ব্যাটিং করা উচিত। এছাড়াও ইফতেখার আহমেদকে চার নম্বরে ব্যাটিংয়ে দেখে অবাক হন শোয়েব।
স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা আনল বিসিবি
০ মিনিট আগে
তিনি বলেন, 'দুই অধিনায়কই বাজে দল নির্বাচন করেছে। তারা ভুল দল নিয়ে মাঠে নেমেছে। ভারত ঋষভ পান্তকে খেলায়নি এবং আমরা ইফতিখার আহমেদকে চার নম্বরে খেলিয়েছি। ইফতেখার বা কারও প্রতি অসম্মান রেখে বলছি না, আমি এই কথা অনেকবার বলেছি যে বাবর আজমের ওপেন করা দরকার নেই। তার ওয়ান ডাউনে খেলা উচিত এবং শেষপর্যন্ত ইনিংস টেনে নিয়ে যাওয়া উচিত।'
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পাকিস্তানের ইনিংসে প্রথম ছয় ওভারে বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে অনেকগুলো ডট বল খেলেন। এরও সমালোচনা করেন শোয়েব।
তিনি আরও বলেন, 'রিজওয়ান যদি বলে বলে রান নিত তাহলে কী হতো? প্রথম ছয় ওভারে ১৯টি ডট বল। আপনি যদি এতো এতো ডট বল খেলেন পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।'