বিগ ব্যাশে দল পাননি শফিউল-রিপনরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত ৩ আগস্ট বিগ ব্যাশ কতৃপক্ষ ড্রাফটের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল তাতে নাম ছিল তিন বাংলাদেশীর। এর কয়েক দিন পর চূড়ান্ত তালিকা প্রকাশ করে তারা। সেখানেও ছিলেন শফিউল ইসলাম, আলআমিন হোসেন এবং রিপন মন্ডল। তবে আজ অনুষ্ঠিত বিদেশী ক্রিকেটারদের ড্রাফটে দল পাননি।


রবিবার (২৮ আগস্ট) বিগ ব্যাশ লিগের (বিবিএল) এবারের আসরের বিদেশী ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। যেখানে অবিক্রিত থেকেছেন বাংলাদেশের এই তিন পেসার। এমনকি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও দল পায়নি বিবিএলের ড্রাফটে। 


দল না পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন আন্দ্রে রাসেল কিংবা ফাফ ডু প্লেসির মতো হার্ড হিটাররাও। প্লাটিনাম ক্যাটাগরির ১২ ক্রিকেটারের মধ্যে পাঁচ জন অবিক্রিত থেকেছেন। তবে এদিন শুরুতেই দল পেয়েছেন লিয়াম লিভিংস্টোন এবং ট্রেন্ট বোল্ট। 


রশিদ খানকে ধরে রেখেছে তার আগের দল অ্যাডিলেইড স্ট্রাইকার্স। তাছাড়া জেমস ভিনস এবং ক্রিস জর্ডানকে ধরে রেখেছে সিডনি সিক্সার্স। আর পার্থ স্কোর্চার্সের ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন লরি ইভান্স এবং টাইমাল মিলস।


promotional_ad

ড্রাফট থেকে দলে নেয়া বিদেশী ক্রিকেটারদের তালিকা:


মেলবোর্ন রেনেগার্ডস: লিয়াম লিভিংস্টোন, মুজিব উর রহমান, আকিল হোসেইন।


মেলবোর্ন স্টার্স: ট্রেন্ট বোল্ট, জো ক্লার্ক, লুক উড।


ব্রিসবেন হিট: স্যাম বিলিংস, কলিন মুনরো, রস হোয়াইটলি।


সিডনি সিক্সার্স: ক্রিস জর্ডান, জেমস ভিন্স, ইজহারুল হক নাভিদ।


অ্যাডিলেড স্ট্রাইকার: রশিদ খান (রিটেইন), কলিন ডি গ্র্যান্ডহোম, অ্যাডাম হোস।


পার্থ স্কোর্চার্স: লরি ইভান্স (রিটেইন), ফিল সল্ট, টাইমাল মিলস।


সিডনি থান্ডার: ডেভিড উইলি, অ্যালেক্স হেলস, রিলি রুশো।


হোবার্ট হারিকেনস: শাদাব খান, আসিফ আলী, ফাহিম আশরাফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball