আফগানিস্তানের বিপক্ষেই জানা যাবে আমরা কতদূর যাব: মিরাজ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে আসমানে উড়ছে আফগানিস্তান। এই প্রতিপক্ষের বিপক্ষেই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচকেই সাকিববাহিনীর জন্য টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ মনে করছেন মেহেদি হাসান মিরাজ। স্পিন বোলিং এই অলরাউন্ডারের দাবি, এই ম‍্যাচটা বলে দেবে এশিয়া কাপে কতদূর যাবে লাল-সবুজের দলটি।


চলতি এশিয়া কাপে আফগানিস্তান, শ্রীলঙ্কার গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যাবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দলটি। তারপরও দল হিসেবে পারফর্ম করে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ। আর মিরাজ মনে করছেন এটা করতে পারলেই ভালো দল হবে টাইগাররা। 


promotional_ad

৩০ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ২৮ আগস্ট সংবাদ সম্মেলনে এসব নিয়েই কথা বলেছেন মিরাজ। তিনি বলেন, 'একটা টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম‍্যাচটা। এই ম‍্যাচটা বলে দেবে আমরা কতদূর যাব, কীভাবে ক্রিকেট খেলব। আমাদের জন‍্য প্রথম ম‍্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কাল আফগানিস্তান ম‍্যাচ জিতেছে, ওদের জন‍্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম‍্যাচে আমরা কীভাবে খেলব। আমাদের যে টোনটা আছে সেটা আমরা কীভাবে সেট করব।'


'আমরা অবশ‍্যই চেষ্টা করব প্রথম ম‍্যাচ জিতে এগিয়ে যাওয়ার জন‍্য। জিততে হলে যে জিনিসগুলো করতে হবে, সেগুলো আমাদের ফলো করতে হবে। সেই জিনিসগুলো হলো প্রসেস। অবশ‍্যই জিততে চাই, সবাই জিততে চায়। দিন শেষে জিততে যেসব প্রক্রিয়া আছে, ব‍্যাটসম‍্যানদের রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে। কীভাবে একটা দল জিততে পারে? সবারই এক সঙ্গে পারফর্ম করতে হবে। আমরা বাংলাদেশ তখনই ভালো খেলি, যখন সবাই পারফর্ম করি। একজন-দুইজন ব‍্যক্তিগত পারফরম করলে দলের রেজাল্ট হয় না। আর এইরকম টুর্নামেন্টে তো কখনও করা যায় না। সবাইকে ভালো খেলতে হবে, সবাইকে দল হিসেবে ভালো খেলতে হবে। এটা যদি করতে পারি, আমরা ভালো দল হবো' আরও যোগ করেন তিনি।


আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে ব্যাটারদের যে স্পিনের বিপক্ষে পরিক্ষা দিতে হবে তা ভালো করেই জানেন মিরাজ। দেশ ও মরুর দেশে সবখানেই এ নিয়ে বিশেষ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। তবে নিজেদের ওপর আত্মবিশ্বাস থাকলে সব পরিস্থিতিতেই ভালো করা সম্ভব বলে মনে করছেন মিরাজ।


মিরাজ আরও বলেন, 'আমরা জানি, ওদের স্পিনাররা খুব ভালো বোলার। আমরা প্রস্তুতি এর আগে দেশের মটিতে নিয়েছি, এখানেও নিচ্ছি। ভিন্ন ভিন্ন প্রস্তুতি নিচ্ছি। আমি একটা শট ভালো খেলি, আরেক জন আরেকটা শট ভালো খেলে। যে যেই শট ভালো খেলে, সেটার উপর আত্মবিশ্বাস থাকা খুব গুরুত্বপূর্ণ। ওইটাকে বিশ্বাস করে সামনে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।'


'আমরা ওইটাই অনুসরণ করছি যে, ওদের বোলাররা ভালো আছে। আমরা পরিষ্কার মন নিয়ে কীভাবে ওদেরকে সামলাব। আমি যদি দ্বিধায় থাকি, আপনি দেখেন কখনও দ্বিধায় থাকলে সফল হওয়া যায় না। আন্তর্জাতিক পর্যায়ে আপনার মন পরিষ্কার রাখতে হবে। অবশ‍্যই যে জিনিসটা করবেন, সেটার ভেতরে আত্মবিশ্বাস থাকতে হবে। ওই ভাবে আমরা পরিকল্পনা করছি, ওইভাবেই আমরা চেষ্টা করছি'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball