দুই অধিনায়কের চোখেই আউট ছিলেন না নিশাঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

১৮ জুলাই ২৫
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ফাইল ফটো

বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে, তখন আল্ট্রাএজে কোনো দাগ দেখা যাচ্ছে না, স্বাভাবিকভাবেই এখানে নট আউটের সিদ্ধান্ত দেবেন তৃতীয় আম্পায়ার। কিন্তু এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ঘটলো ঠিক তার উল্টো। ম্যাচ শেষে তাই তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন দুই দলের অধিনায়ক।


শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভারের বোলিংয়ে আসেন নাভিন উল হক। এই ওভারের ষষ্ঠ বলে অনেকটা লেগ কাটারের মতো ডেলিভারি করেন নাভিন। এতে ঠিক মতো খেলতে পারেননি লঙ্কান ওপেনার পাথুম নিসানকা। ব্যাটের একেবারে পাশ ঘেষে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। এতে আফগানিস্তানের আবেদনে সাড়া দিয়ে কট বিহাইন্ড দেন আম্পায়ার।


promotional_ad

আম্পায়ারের এমন সিদ্ধান্তকে অবশ্য সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করেন ব্যাটার নিসাঙ্কা। কয়েকবার রিপ্লে দেখার পরও পরিষ্কার হওয়া যায়নি ব্যাটে বল স্পর্শ করেছে কিনা। এসব ক্ষেত্রে আল্ট্রা এজ বড় ভূমিকা রাখে। কিন্তু সেখানে বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছিল তখন সামান্যতম স্পাইকও দেখা যায়নি। তার পরও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার।


আরো পড়ুন

‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’

১৭ জুলাই ২৫
টি-টোয়েন্টিতে সিরিজসেরা লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

এমন সিদ্ধান্তের পর মাঠেই হতাশা প্রকাশ করেন ব্যাটার। ম্যাচ শেষ লঙ্কান অধিনায়ক পাথুম নিশাঙ্কা বলেন, 'এর আগে সিংহলিজ ভাষায় ব‍্যাপারটা বলছিলাম, নিসানকার আউট নিয়ে। এই যে এত প্রযুক্তি… আমার মতে, এটা আউট নয়। সব সময়ই আমাদের সঙ্গে ভুল হয়। যদি প্রযুক্তি থাকার পরও এমন হয়, আমার মনে হয় সামনের ম‍্যাচগুলোতে তাদের আম্পায়ারের সিদ্ধান্তকে আরও বেশি বিবেচনায় রাখা উচিত হবে।'


আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি শুরুতে বুঝতে পারছিলেন না আম্পয়ারের কোন সিদ্ধান্ত নিয়ে দ্বিমত করে গেছেন লঙ্কান অধিনায়ক। পরে অবশ‍্য বুঝতে পেরে জানান নিজের অভিমত। তার মতেও এটা আউট ছিল না।


নবি বলেন, 'আমি জানি না, কোন সিদ্ধান্ত নিয়ে (শানাকার সংশয় থাকতে পারে)। সম্ভবত স্নিক করাটা? নিক করা, যেটা কিপার গ্লাভসে নিয়েছিল? আমি জানি না… এটা আম্পায়ারের সিদ্ধান্ত। তবে আমি ভেবেছিলাম, এটা আউট নয়। হঠাৎই দেখি ব‍্যাটসম‍্যান আউট। এই তো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball