‘ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের

১২ মার্চ ২৫
শিরোপা হাতে ভারতের উল্লাস, ফাইল ফটো

দ্বিপাক্ষিক সিরিজে লম্বা সময় দাপট দেখালেও বিশ্বকাপের মঞ্চে গিয়ে ভারতের কাছে হোঁচট খেতো পাকিস্তান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাবর আজমের দল। ১০ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান।


বিশ্বকাপে পাওয়া সেই এক জয়েই ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বি??া করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান, এমনটাই মনে করেন ওয়াসিম আকরাম। গত কয়েক বছর ধরে বাবরের দল ধারাবাহিকভাবে উন্নতি করছেও বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। 


promotional_ad

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ওয়াসিম আকরাম বলেন, ‘গত কয়েক বছর ধরে পাকিস্তান দল উন্নতি করছে। তারা ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে। আমার মনে হয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়, যদিও সেটা এক বছর আগে, তাদেরকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার।’


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে ঘিরে চলাচলের সময়সীমা বাড়ালো মেট্রোরেল কর্তৃপক্ষ

৪ ঘন্টা আগে
ঢাকার রাস্তায় মেট্রোরেল, ফাইল ফটো

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহীন শাহ আফ্রিদিদের দারুণ বোলিংয়ের পর বাবর-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। টপ অর্ডারে তাদের দুজনের সঙ্গে রয়েছেন দারুণ ফর্মে থাকা ফখর জামান। শেষ দিকে পাকিস্তানকে দ্রুত রান তোলার কাজটা এগিয়ে দিতে পারেন আসিফ আলী। তবে ওয়াসিম চিন্তার কারণ পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে। 


ওয়াসিম আকরাম বলেন, ‘স্রেফ একটা বিষয় নিয়ে চিন্তিত, তা হলো মিডল-অর্ডার। চার নম্বরে ইফতেখার আহমেদ ছাড়া মিডল-অর্ডারে অভিজ্ঞ কেউ নেই। এরপর সম্ভবত থাকবে হায়দার আলি, তরুণ সেনসেশন যে ধারাবাহিক নয়। টি-টোয়েন্টি সংস্করণে বাবর আজম ও রিয়াওয়ানই মূল।’


‘আমার মনে হয়, সামগ্রিকভাবে তারা আত্মবিশ্বাসী। তবে এটা নির্ভর করছে, ভারত-পাকিস্তান ম্যাচের আগে সেখানে পৌঁছানোর পর তারা কেমন অনুভব করছে বা কেমন মানসিকতায় আছে। কারণ ওই ম্যাচটি এশিয়া কাপে দুই দলেরই গতিপথ ঠিক করে দিতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball