‘১৫-২০ রান করলে কোহলিকে কেউ বল করতে চায় না’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে চাহালকে নিয়ে শঙ্কা

২৬ মে ২৫
পাঞ্জাবের জার্সিতে যুবেন্দ্র চাহাল

ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অথচ একটা সময় মাঠেই নামলেই অনায়াসে সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে গড়তেন একের পর এক রেকর্ড। বোলারদের ওপর ছড়ি ঘুরাতেন ভারতের সাবেক অধিনায়ক। তবে লম্বা সময় ধরে অফ ফর্মে রয়েছেন তিনি। তবুও কোহলিকে নিয়ে বোলাররা কতটা দ্বিধায় থাকেন সেটা প্রকাশ করেছেন যুবেন্দ্র চাহাল। ভারতের এই লেগ স্পিনার জানান, ১৫-২০ করে ফেললে কোহলিকে কোনো বোলার বল করতে চায় না।


২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মে। তিন বছর ধরে ভাটা পড়েছে কোহলির ব্যাটে। তবে কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার এখনও ঈর্ষনীয়।


promotional_ad

এখন পর্যন্ত ভারতের হয়ে ১০২ টেস্ট খেলা কোহলির রান ৮ হাজার ৭৪। যেখানে গড় পঞ্চাশ ছুঁইছুঁই ( ৪৯.৫৩)। সাদা পোশাকের ক্রিকেটে ২৭ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৮ হাফ সেঞ্চুরি। ২৬২ ওয়ানডে খেলা রান করেছেন ১২ হাজার ৩৪৪। ওয়ানডেতে কোহলির গড় চোখে পড়ার মতো।


আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

৫৭.৮৭ গড়ে রান তোলা কোহলিল ৪৩ সেঞ্চুরির সঙ্গে পেয়েছেন ৬৪টি হাফ সেঞ্চুরি। এদিকে টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচ খেলে ৫০.১২ গড়ে ৩ হাজার ৩০৮ রান। সেঞ্চুরি না থাকলেও ৩০টি হাফ সেঞ্চুরি পেয়েছেন। কোহলির ওপর মানুষের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন চাহাল।


স্পোর্টস ইয়ারিকে দেয়া এক সাক্ষাৎকারে চাহাল বলেন, ‘টি-টোয়েন্টিতে তার পঞ্চাশের বেশি (৫০.১২)। সে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। সব ফরম্যাট মিলিয়ে তার ৭০টা সেঞ্চুরি আছে। আপনি শুধু সব ফরম্যাটে তার গড় দেখুন! সমস্যা হলো আমরা শুধুমাত্র তার সেঞ্চুরি সম্পর্কেই ভাবি। আমরা তার ৬০-৭০ রানের মূল্যবান ইনিংস সম্পর্কে কথা বলি না।’


‘ব্যাট হাতে কোহলির এমনই মাহাত্ম্য যে সে ১৫-২০ রান করে ফেলার পর বোলাররা বোলিং করতে দ্বিধা করে। যদি সে ক্রিজে থাকে এবং তার নামের পাশে ১৫-২০ রান থাকে, আমি আপনাকে বলছি যে কোনো বোলারই তাকে বল করতে চায় না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball