রিজওয়ানের পরামর্শেই সফল সালমান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কঠিন পিচে কীভাবে খেলতে হয়, পাকিস্তানকে শেখাল বাংলাদেশ: রমিজ

১১ মিনিট আগে
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল পাকিস্তান, ক্রিকফ্রেঞ্জি

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে আঘা সালমানের। প্রথম ম্যাচে ২৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ম্যাচে ৩৫ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে অধিনায়ক বাবর আজমের আস্থার প্রতিদান দিয়েছেন এই অলরাউন্ডার।


এই ইনিংস খেলার পথে দুটি ছক্কা ও পাঁচটি চার মেরেছিলেন তিনি। এর মধ্যে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৯২ রানের দারুণ এক জুটি গড়েছিলেন তিনি। এমন ইনিংসের পর সালমান জানিয়েছেন পাকিস্তানের হয়ে খেলাই ছিল তার স্বপ্ন।


promotional_ad

দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ আনন্দিত তিনি। সালমান বলেন, 'সব ক্রিকেটারের স্বপ্ন থাকে পাকিস্তানের হয়ে খেলা। যখন আপনি ক্রিকেট শুরু করবেন আপনার লক্ষ্য থাকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা এবং আমি খুব খুশি।'


আরো পড়ুন

‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস

২০ মার্চ ২৫
অনুশীলনে পাকিস্তান দল, ফাইল ফটো

ব্যাট হাতে নিজের লক্ষ্যের কথা জানিয়ে সালমান বলেন, 'আমি জিনিসগুলো সাধারণ রাখতে চেয়েছিলাম এবং ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছিলাম। দারুণ লাগছে সেটা করতে পেরে। সবচেয়ে বেশি ভালো লাগছে দ্বিতীয় ম্যাচেই হাফ সেঞ্চুরি করতে পেরে।'


নতুন ক্রিকেটার হিসেবে অভিজ্ঞ রিজওয়ানের সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন সালমান। বিভিন্ন ডেলিভারির বিপক্ষে কীভাবে খেলতে হবে সেটা নিয়ে নিয়েও নির্দেশনা দিয়েছেন। রিজওয়ানের পরামর্শ অনেক কাজে লেগেছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।


সালমানের ভাষ্য, 'অবশ্যই সে আমাদের অভিজ্ঞ খেলোয়াড় এবং তিন ফরম্যাটেই সে পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার। তাই কীভাবে খেলতে হবে সে আমাকে অনেক পরামর্শ দিয়েছিল এবং কিছু বিশেষ ডেলিভারি কীভাবে খেলবো সেটা দেখিয়ে দিয়েছেন। তার নির্দেশনা আমাকে অনেক সাহায্য করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball