এশিয়া কাপে দেখা মিলবে নতুন বাংলাদেশের, বিশ্বাস পাপনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কঠিন পিচে কীভাবে খেলতে হয়, পাকিস্তানকে শেখাল বাংলাদেশ: রমিজ

১০ মিনিট আগে
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল পাকিস্তান, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না বাংলাদেশ। সম্প্রতি অধিনায়কত্বে পরিবর্তন আনা হয়েছে। এবার দলের পরিকল্পনা এবং ক্রিকেটারদের মানসিকতায়ও পরিবর্তন আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় আসন্ন এশিয়া কাপে নতুন এক বাংলাদেশ দল দেখা যাবে, এমনটাই বলেছেন নাজমুল হাসান পাপন।


সর্বশেষ  টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওপেনিং পজিশনের জন্যই বেশ কয়েকজন ব্যাটারকে দিয়ে চেষ্টা করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এই তালিকায় আছেন মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান কিংবা নাঈম শেখদের মতো ক্রিকেটারের নাম। অথচ আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পাননি তাদের কেউই। ওপেনিং পজিশনের এমন বেহাল দশা দলের একটা খন্ডচিত্র মাত্র।


promotional_ad

সর্বশেষ ১৫ ম্যাচে এই ওপেনিং পজিশনে যতজন ব্যাটার খেলেছেন, ততটা ম্যাচও জেতেনি বাংলাদেশ। ১৩ হারের বিপরীতে টাইগারদের জয় মাত্র ২ ম্যাচে। এই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের এখনও বেশ কিছু জায়গায় ঘটতি আছে। তার পরও দলের মানসিকতা এবং পরিকল্পনায় পরিবর্তন এনে নতুন কিছু করতে চায় টিম ম্যানেজমেন্ট।


পাপন বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই এশিয়া কাপে (দলের) পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি। এতে করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।'


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। শুরুটা হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। এরপর যতই সময় গড়িয়েছে ব্যর্থতার পাল্লা ততটাই ভারী হয়েছে। আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচ জিতে বাছাই পর্ব পার হয় বাংলাদেশ। কিন্তু সুপার টুয়েলভ পর্বে কোনো ম্যাচই জয়ের দেখা পায়নি দল। এই পর্বে সব ম্যাচে ব্যর্থ টাইগারদের অ???স্থা ছিল রীতিমতো 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি'।


বিশ্বকাপের পর এবার আরও একটি বড় আসর। তবে দলের সাম্প্রতিক ফর্ম আর সামর্থ্য বিবেচয়ানয় খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই আসন্ন এশিয়া কাপে। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই অনুষ্ঠিত হবে গত বিশ্বকাপের মতো আরব আমিরাতের মাটিতে। যেখানে বাংলাদেশের পরিসংখ্যান কেবলই হতাশার। 


আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, 'এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পরেই (বড় আসর)। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। হঠাৎ করে এখন এত তাড়াতাড়ি বের হতে পারব কিনা জানি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball