কলকাতায় ম্যাককালামের স্থলাভিষিক্ত চন্দ্রকান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসর চলাকালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব পান ব্রেন্ডন ম্যাককালাম। তাই কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব থেকে সড়ে দায়িয়েছেন এই কিউই। এবার ম্যাককালামের স্থলাভিষিক্ত হলেন চন্দ্রকান্ত পন্ডিত।


বুধবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। মূলত ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্যের কারণেই চন্দ্রকান্তের উপর ভরসা রাখছে কলকাতা। রঞ্জিতে তাঁর থেকে সফল কোচ খুঁজে পাওয়া অনেকটাই মুশকিল। যেখানে হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন।


promotional_ad

মুম্বাই দলকে কোচ হিসেবে তিনবার রঞ্জি ট্রফি এনে দিয়েছেন চন্দ্রকান্ত। মু্ম্বাই না হয় শক্তিশালী দল। বিদর্ভকে তো কেউ পাত্তাই দিতে চায়নি। সেই দলকেও রঞ্জির খেতাব এনে দেন অভিজ্ঞ এই কোচ। পণ্ডিতের প্রশিক্ষণে বিদর্ভের প্রথমবার রঞ্জি খেতাব জয় যে ফ্লুক ছিল না, সেটা তিনি প্রমাণ করে দেন দ্বিতীয়বার তাদের রঞ্জি চ্যাম্পিয়ন করিয়ে।


কলকাতার সিইও ভেঙ্কি বলেন, 'আমরা খুব রোমাঞ্চিত যে, আমাদের যাত্রার পরবর্তী পর্যায়ে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য নাইট রাইডার্স পরিবারের সঙ্গে চান্দু (চন্দ্রকান্ত পন্ডিত) যোগ দিচ্ছেন। তিনি যা করেন, তার প্রতি তার প্রতিশ্রুতি এবং ঘরোয়া ক্রিকেটে তার সাফল্যের পরিসংখ্যান সবারই জানা। আমাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে তার জুটি দেখার জন্য আমি মুখিয়ে আছি। এটা রোমাঞ্চকর হবে।'


কলকাতার প্রধান কোচের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত চন্দ্রকাত। দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছেন এই কোচ। ইতোমধ্যেই দলের সংস্কৃতি নিয়ে ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।


চন্দ্রকান্ত বলেন, 'এই দায়িত্ব অত্যন্ত সম্মানের ও সৌভাগ্যের। নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত খেলোয়াড় ও অন্যান্যদের কাছ থেকে তাদের পারিবারিক সংস্কৃতি এবং সাফল্যের ঐতিহ্য সম্পর্কে শুনেছি। সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের মান নিয়ে আমি রোমাঞ্চিত এবং এই সুযোগ কাজে লাগাতে আমি মুখিয়ে আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball