অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের একাধিক টেস্ট সিরিজ খেলবে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক
২০ ঘন্টা আগে
নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী চার বছরে দুটি ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
আগামী ২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ৫ ম্যাচের টেস্ট সিরিজটি খেলবে ভারত। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সার্কেলের অর্ন্তভুক্ত। এই সিরিজটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে।

ফিরতি সিরিজে ভারত সফর করবে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে ২০৫-২৬ মৌসুমে। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সার্কেলের অর্ন্তভুক্ত।
রাসেলের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস-গ্রিন
১ ঘন্টা আগে
বোর্ডার গাভস্কার ট্রফি ছাড়া গত তিন দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেনি ভারত। সর্বশেষ ১৯৯২ সালে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেখানে ৪-০ ব্যবধানে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
আগামী চার বছরে বেশ ব্যাস্ত সময় পার করবে ভারত। আইসিসি কিংবা এসিসি ইভেন্টের বাইরেও বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা। এই সময়ে সাদা পোশাকে ৩৮টি ম্যাচ খেলবে ভারত।
আর এই চার বছরে ৩৯টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই সময়ে কাদের বিপক্ষে ভারত কখন, কোথায় এবং কোন সময়ে খেলবে- সেটাও সর্বশেষ প্রকাশিত এফটিপিতে জানিয়েছে আইসিসি।