ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আরও ‘একটি-দুটি’ বিশ্বকাপ জিততে চান রাসেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাসেলের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস-গ্রিন

১ ঘন্টা আগে
আন্দ্রে রাসেলের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস-গ্রিন, ফাইল ফটো

‘আমার মনে হয় না, দেশের হয়ে খেলতে বলার জন্য লোকের দুয়ারে গিয়ে আমার হাত পাতা উচিত।’ কদিন আগে আন্দ্রে রাসেল-সুনীল নারিনদের নিয়ে আক্ষেপ করে এমনটা বলেছিলেন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের এমন বক্তব্যের পর রাসেল লিখেছিলেন, ‘আমি চুপ থাকবো।’ তাতে শঙ্কা তৈরি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর না খেলার।


যদিও সেই শঙ্কার মেঘ ‍দূর করেছেন রাসেল নিজেই। স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকার ড্যারেন স্যামির সঙ্গে আলাপকালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আশ্বাস দেন রাসেল। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরও একটি কিংবা দুটি বিশ্বকাপ জিততে চাওয়ার কথাও জানিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।


promotional_ad

এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘ব্যাপারটা তো এমন নয় যে আমাকে নতুন করে শুরু করতে হবে। বয়স ৩৪ হয়ে গেছে, দিনশেষে আমি চাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত আরও একটি বিশ্বকাপ জিততে, কিংবা দুটি। আমি এখন এই পর্যায়েই আছি, প্রতিটি দিন ধরে ভাবছি।’


আরো পড়ুন

ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

২১ জুলাই ২৫
মিচেল ওয়েন (বামে) ও ক্যামেরন গ্রিন (ডানে), ফাইল ফটো

চুপ থাকতে চাইলেও কদিন আগে সিমন্সের করা মন্তব্যের উত্তর দিয়েছেন রাসেল। ৩৪ বছর বয়সি এই অলরাউন্ডার জানান, বোর্ডের সঙ্গে তার পরিস্কার আলোচনা ছিল। এদিকে রাসেল দাবি করেছেন, এখন তাকে খারাপ বানিয়ে সমালোচনার মুখে ফেলা হচ্ছে।


রাসেল বলেন, ‘আমি চুপ থাকতে চাই, কারণ আমাদের মধ্যে একটি আলোচনা হয়েছিল এবং সেই আলোচনা ছিল খুবই পরিষ্কার। অথচ এখন আমাকে খারাপ বানানো হচ্ছে, আমাকে দোষ দিয়ে সমালোচনার মুখে ফেলা হচ্ছে…। আমি আসলে এমন কিছুর আশাই করছিলাম। তবে সত্যি বলতে, আমি চুপই থাকব, ড্যারেন!’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball