জিম্বাবুয়ের আলো ছড়ানোর সুযোগ দেখছেন ধাওয়ান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

২৩ ঘন্টা আগে
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

সদ্যই ঘরের মাঠে বাংলাদেশকে টি-টোয়েন্টি আর ওয়ানডেতে সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সারির দলের বিপক্ষে জিতলেও ওয়ানডেতে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের নিয়ে গড়া দলকেই হারিয়েছে তারা।


এবার জিম্বাবুয়ে মাঠে নামবে শক্তিশালী ভারতের বিপক্ষে। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের এই সিরিজের অধিনায়ক শিখর ধাওয়ান মনে করেন এভাবে ভালো করতে থাকলে দ্রুতই জিম্বাবুয়ের ক্রিকেটাররা সবার নজরে পড়বে এবং জিম্বাবুয়ের ক্রিকেট এগিয়ে যাবে।


promotional_ad

এ প্রঙ্গে ধাওয়ান বলেছেন, 'আমার ধারণা জিম্বাবুয়ে যখন জিততে শুরু করবে তাদের খেলোয়াড়রা নজরে পড়বে এবং তাদের খেলোয়াড়রা লাইম লাইটে আসবে। আমরা প্রত্যেক খেলোয়াড়কে নিয়েই পরিকল্পনা করছি। আমি ভালো করতে চাই এবং দলের জন্য রান করতে চাই। আমি ইতিবাচক মানসিকতা ধরে রাখতে চাই, এটা আমার জন্য ভালো একটি সুযোগ।'


আরো পড়ুন

মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

২০ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। সেখান থেকেই জিম্বাবুয়ের 'পাওয়ার ক্রিকেট' নজর কেড়েছে সবার। বাংলাদেশের বিপক্ষেও আক্রমণাত্মক ক্রিকেটের ধারা অব্যাহত ছিল তাদের।


ধাওয়ান মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের মতো বড় দলের খেলা নিশ্চিতভাবেই ক্রিকেট বিশ্বের জন্য ভালো নিদর্শন। ভারতের জিম্বাবুয়ে সফরের দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা। তাই ভারতের ভারপ্রাপ্ত এই অধিনায়ক মনে করেন এটা দলে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ।


ধাওয়ানের ভাষ্য, 'বিশ্ব ক্রিকেটের জন্যই এটা খুব ভালো যে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলছি। এটা আমাদের ও তাদের জন্য ভালো। এটা তাদের জন্য ভালো কারণ তারা মানসম্পন্ন একটি দলের বিপক্ষে খেলছে। আমরা এখানে তারুণ্য নির্ভর একটি দল পেয়েছি এবং এটা আমাদের দারুণ একটি সুযোগ ভালো করার চেষ্টার। এটা দুই দলের জন্যই আলো ছড়ানোর ভালো সুযোগ এবং জিম্বাবুয়ে এভাবেই ভালো দল হয়ে উঠবে যখন তারা মানসম্পন্ন দলের বিপক্ষে খেলবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball