আবু ধাবি নাইট রাইডার্সে নারিন-রাসেল-বেয়ারস্টোসহ ১৪ বিদেশি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিতই খেলেন আন্দ্রে রাসেল এবং সুনিল নারিন। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এবার তাদেরই মালিকাধীন আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন তারা দুজন। টুর্নামেন্ট শুরুর আগে ১৪ বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছি দলটি।


আইপিএল ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল রয়েছে ফ্র্যাঞ্চাইজি। যেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রাসেল ও নারিন। তাদের দুজন ছাড়াও দলটির হয়ে খেলবেন জনি বেয়ারস্টো-কলিন ইনগ্রামের মতো ক্রিকেটাররা। 


promotional_ad

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকেল হোসেন, পেসার রবি রামপল, কেনার লুইস, রেইমন রেফার, শ্রীলঙ্কার ব্যাটার চারিথ আসালঙ্কা, অলরাউন্ডার সেকুগে প্রসন্ন, পেসার লাহিরু কুমারা খেলবেন। এদিকে আয়ারল্যান্ডের পল স্টার্লিং, যুক্তরাষ্ট্রের পেসার আলি খান এবং নেদারল্যান্ডসের ব্রেন্ডন গ্লোভার।


ড্রাফট থেকে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের যুক্ত করবে আবুধাবি নাইট রাইডার্স। এর আগে নিজেদের বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে এমআই এমিরেটস। যাদের হয়ে খেলবেন কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট এবং নিকোলাস পুরানের মতো ক্রিকেটাররা। 


আবুধাবি নাইট রাইডার্স: সুনিল নারিন, আন্দ্রে রাসেল, আকেল হোসেন, রেইমন রেফার, কেনার লুইস, রবি রামপল, জনি বেয়ারস্টো, পল স্টার্লিং, লাহিরু কুমারা, চারিথ আসালঙ্কা, সেকুগে প্রসন্ন, কলিন ইনগ্রাম, আলি খান, ব্রেন্ডন গ্লোভার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball