মিঠুনের ৫০, অল আউট বাংলাদেশ

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কাল, রাতেই আসছে আফগানিস্তান
৭ ঘন্টা আগে
সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ‘এ’ দল- ১৬৭/১০ (৬০.৫ ওভার) (মিঠুন ৫০, নাঈম ২৭, সাইফ ২০, সাদমান ১৭; মার্কইনো ৫/৫৯, গ্রিভস ৩/২৬)
মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময়: রাসেল
১৪ ঘন্টা আগে
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ১৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। মার্কইনো মাইন্ডলির বলে টেভিন ইমালচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। সাজঘরে ফেরার আগে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক।
৫০ রান করা মিঠুন আউট হওয়ার সাজঘরে ফিরেছেন নাঈম হাসানও। মার্কইনোর বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ২৭ রানে আউট হন ডানহাতি এই ব্যাটার। শেষ দিকে রেজাউর রহমান রাজার ১৩ রান করে ফিরলে ১৬৭ রানে অল আউট হয় বাংলাদেশ।