মোসাদ্দেকের কাঠগড়ায় নাসুমের ৩৪ রানের ওভার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম
১৮ মে ২৫
দারুণ বোলিংয়ে শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটারদের আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকেছে স্বাগতিকরা। তবে ইনিংসের ১৫তম ওভারে হঠাৎই বদলে যায় ম্যাচের চিত্রপট। নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান নিয়ে জিম্বাবুয়ে ম্যাচে ফেরান রায়ান বার্ল।
৫ ছক্কা ও এক চারের সেই ওভারই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ১০ রানের হারে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সফরকারীদের এমন হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নাসুমের সেই ওভারকে কাঠগড়ায় তুলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এ প্রসঙ্গে বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘প্রথম ১৪ ওভারে আমরাই দাপট দেখাচ্ছিলাম কিন্তু ঐ ওভারই (নাসুমের ১৫তম ওভার) খেলাটা বদলে দিলো।’
মোসাদ্দেককে ‘সরি’ বলেছেন প্রধান নির্বাচক
৯ জুলাই ২৫
১৫৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নামলেও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৩৪ রান তুলতে গিয়ে দুই ওপেনার লিটন দাস, পারভেজ হোসেন ইমন এবং তিনে নামা এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ জুটি গড়লেও শেস পর্যন্ত সেটা কাজে লাগেনি।
বরং দ্রুত রান তুলতে না পারায় ম্যাচ থেকে ক্রমশই পিছিয়ে পড়েছে সফরকারীরা। টি-টোয়েন্টিতে তাড়া করতে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনি যদি শুরুতে উইকেট হারান তাহলে রান তাড়া করাটা কঠিন কাজ।’
টি-টোয়েন্টিতে না পারলেও ওয়ানডে ক্রিকেটে ঘুরে দাঁড়াতে আশাবাদী মোসাদ্দেক। এই স্পিন বোলিং অলরাউন্ডার এটাও মনে করিয়ে দিয়েছেন যে, ওয়ানডেতে বাংলাদেশ কতটা ভালো দল। তিনি বলেন, ‘সবাই জানে আমরা ওয়ানডেতে কত ভালো দল, আশা করছি আমরা ওখানে ভালোভাবে ঘুরে দাঁড়াবো।’