আবারও ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় পরিবর্তন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’
৯ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তৃতীয় টি-টোয়েন্টির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ম্যাচটি বাংলাদেশ সময় সাড়ে ৮ টায় হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে রাত ১০ টায় নিয়ে যাওয়া হয়েছে।
এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। মূলত ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখেই ম্যাচটি দেড় ঘণ্টা পেছানো হয়েছে। কেননা আগের দিন (পহেলা আগস্ট) রাত সাড়ে ১০ টায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি খেলেছিল দল দুটি।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম টি-টোয়েন্টির পর ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে ক্রিকেটারদের প্রয়োজনীয় সরঞ্জাম নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছায়নি। এ কারণেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি দুই ঘণ্টা পিছিয়ে দেয়া হয়।
মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময়: রাসেল
১৪ ঘন্টা আগে
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজের শেষ দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ভিসা জটিলতার কারণে বাকি ম্যাচগুলোও ওয়েস্ট ইন্ডিজেই আয়োজন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, এখনও দুই দলে ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রের ভিসা আসেনি। এজন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিকল্প পরিকল্পনা তৈরি রাখছে।
পূর্ব সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে। এর আগে তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। পাঁচ ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় আছে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত।