খুনে ব্যাটিংয়ে কিউইদের সিরিজ জেতালেন চাপম্যান-ব্রেসওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

২২ জুলাই ২৫
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

মার্ক চাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে স্কটল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।


২০ ওভারে এ দিন কিউইরা সংগ্রহ করে পাঁচ উইকেটে ২৫৪ রান, যা টি-টোয়েন্টিতে তাদের রেকর্ড গড়া সংগ্রহ। টস জিতে ব্যাটিংয়ে নেমে কিউইদের শুরুটা ঝড়োগতির হলেও দলীয় ২৫ রানে ফিন অ্যালেনের উইকেট হারায় তারা।


ছয় রান করে অ্যালেন বিদায় নিলে পাওয়ার প্লে'র মধ্যেই ওপেনার ডেন ক্লেয়াভারের উইকেট হারায় তারা। উইকেটরক্ষক এই ব্যাটার করেন ১৬ বলে ২৮ রান। ৬০ রানে দুই উইকেট হারিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে কিউইরা।


promotional_ad

তিনে নামা চাপম্যান করেন ৪৪ বলে ৮৩ রান। ইনিংসে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কার মার। ড্যারিল মিচেলের ব্যাটে আসে ১৯ বলে দুই ছক্কায় ৩১ রান। ১৫.২ ওভারে দলীয় ১৭৫ রানের সময় চাপম্যানের উইকেট হারানো কিউইদের বাকিটা পথ টেনে নেন ব্রেসওয়েল।


আরো পড়ুন

স্কটল্যান্ডকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখছে জার্সি

১১ জুলাই ২৫
জার্সি ক্রিকেট

২৫ বলে তিনটি ছক্কা এবং আটটি চারে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে একটি চার ও তিনটি ছক্কায় ২৮ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন জিমি নিশাম।


বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেগতিক অবস্থায় ছিল স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি পুরো বিশ ওভার খেলে করে ৯ উইকেটে ১৫২ রান। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন ক্রিস গ্রেভস।


কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন নিশাম এবং মাইকেল রিপন। একটি করে উইকেট নেন ব্রেসওয়েল, বেন সেয়ার্স, ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল সান্টনার এবং ইস সোধি।


সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড- ২৫৪/৫ (২০ ওভার) (চাপম্যান, ব্রেসওয়েল ৬১*, মিচেল ৩১; মেইন ২/৪৪)।
স্কটল্যান্ড- ১৫২/৯ (২০ ওভার) (গ্রেভস ৩৭; নিশাম ২/৯)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball