'তিন-চার নম্বরেও সফল হবে গিল'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল
১৫ জুলাই ২৫
আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই নিজের ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন শুভমান গিল। বিশেষ করে সাদ পোশকের ক্রিকেতে ইতোমধ্যে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই ওপেনার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ওপেনিংয়ে নেমেও দুর্দান্ত ব্যাটিং করেছেন গিল। শুধু ওপেনিং নয়, তিন কিংবা চার নম্বরে ব্যাটিং করলেও সফল হবেন গিল, এমনটাই মনে করেন সাবা করিম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। যেখানে বড় অবদান রেখেছেন গিল। রোহিত শর্মার অনুপস্থিতি আর বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটারের অফফর্মের ভুগতে পারতো দল। তবে এমন পরিস্থিতিতে নিয়মিত রান করেছেন এই তরুণ ওপেনার।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে প্রথম ওয়ানডেতে করেছিলেন ৬৪ রান। এরপরের ম্যাচে সাজঘরে ফিরেছেন ৪৩ রান করে। আর সর্বশেষ ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি গিল। অপরাজিত ছিলেন ৯৮ রান করে।
ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’
৯ ঘন্টা আগে
সাবা করিম বলেন, 'তাকে (গিল) একজন বহুমুখী (প্রতিভার অধিকারী) খেলোয়াড় হিসেবে দেখি। কারণ, সে ভারতের হয়ে ওপেনিংয়ে খুব ভালো করছে। তবে আমি নিশ্চিত যে, তাকে সুযোগ দেয়া হলে তিন নম্বরে বা চার নম্বরে ভালো করতে পারবে।'
টেস্ট ক্রিকেতে ভারতীয় দলে জায়গা অনেকটাই নিশ্চিত গিলের। ওয়ানডেতেও সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি দলে এখনও অভিষেক হয়নি তার। সাবা করিম মনে করেন, টি-টোয়েন্টি দলেও খেলার মতো সামর্থ্য আছে এই তরুণ ওপেনারের।
ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমি মনে করি, বেশিরভাগ টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে, আপনি এমন খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকন, যারা এক নম্বর, দুই নম্বর কিংবা তিন নম্বরেও ব্যাট করতে পারে। আমি মনে করি, এই ধরনের খেলায় শুভমান গিল বেশ সহজে মানিয়ে নিতে পারে।'