ইনিংস বড় করতে না পারায় নিজের ওপর ক্ষুব্ধ গিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’

৯ ঘন্টা আগে
বিসিসিআইয়ের কর্মকর্তারা এক সঙ্গে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ৬৪ ও ৪৩ রানের ইনিংস খেলেছেন শুভমান গিল। যদিও ইনিংসগুলোকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারায় হতাশ শুভমান গিল।


সিরিজের প্রথম ওয়ানডেতে রান আউট হয়েছিলেন ভারতীয় এই ওপেনার। আর দ্বিতীয় ওয়ানডেতে স্কুপ করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছিলেন তিনি। এমন আউটের ধরনে নিজের ওপরই ক্ষুব্ধ হয়েছেন গিল।


promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এমন শুরুর পরও দুর্ভাগ্যজনকভাবে আমি এগুলোকে সেঞ্চুরিতে রূপ দিতে পারিনি এবং এজন্য আমি নিজের প্রতি ক্ষুব্ধ।'


আরো পড়ুন

মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময়: রাসেল

১৪ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ভারতের স্কোয়াডে ইশান কিশান ও রুতুরাজ গায়কোয়াড়ের মতো ওপেনার থাকলেও গিলকেই প্রাধান্য দেয়া হয়েছে এই সিরিজে। টিম ম্যানেজমেন্টের এই আস্থা বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে গিলকে।


গিল বলেন, 'তারা দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ভালো দল এবং আমরা দুই ম্যাচেই ভালো রান সংগ্রহ করিয়েছিলাম, একটিতে আগে ব্যাট করে এবং আরেকটিতে রান তাড়া করতে গিয়ে। আশা করছি পরের ম্যাচে আমি বড় রান করতে পারবো। আমি যেমন শুরু পাচ্ছি এটা বড় ইনিংসে রূপ দেয়াই আমাদের লক্ষ্য।'


যদিও পর্যাপ্ত অনুশীলনের জন্য আক্ষেপ করেছেন তিনি। গিল বলেন, 'আমি দারুণ অনুভব করছি, নিজের ব্যাটিং নিয়েও অনেক আত্মবিশ্বাসী। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর আমরা খুব বেশি অনুশীলনের সুযোগ পাইনি। আমাদের দুটি প্র্যাক্টিস সেশনই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কিন্তু আমি যখন ওয়ানডেতে ব্যাটিং করতে নেমেছি অনেক আত্মবিশ্বাসী ছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball