ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না রাহুলের

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাহুলকে দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিতে চায় ইংল্যান্ড
১৪ জুলাই ২৫
চোট থেকে সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলার কথা ছিল লোকেশ রাহুলের। ওয়ানডে সিরিজে না থাকলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল এই উইকেটকিপার ব্যাটারের। তবে করোনা আক্রান্ত হওয়ায় পিছিয়ে যায় রাহুলের দেশ ত্যাগের সময়।
করোনা থেকে সেরে উঠলেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়া হচ্ছে না রাহুলের। করোনা পরবর্তী সুস্থতা লাভের জন্য আরও বাড়তি এক সপ্তাহ বিশ্রাম দেয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন ডানহাতি এই ব্যাটার। শেষ দুই ম্যাচে খেলার সুযোগ থাকলেও সেটা খেলতে আগ্রহী নন তিনি।

পুরোপুরি সুস্থ হয়ে জিম্বাবুয়ে সফর দিয়ে ফিরতে চান রাহুল। আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত সিরিজটি শেষ হবে এশিয়া কাপের সপ্তাহখানেক আগে। সেখানেই নিজের প্রস্তুতি সারতে চান ডানহাতি এই ব্যাটার।
ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’
৯ ঘন্টা আগে
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর থেকেই মাঠের বাইরে রয়েছেন রাহুল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজও খেলতে পারেননি তিনি। সেই সিরিজের আগেই চোটে পড়েছিলেন এই স্টাইলিশ ওপেনার। ইনজুরি কাটিয়ে উঠতে তাকে যেতে হয়েছিল জার্মানিতে।
সেই সময়ে ভারতের ইংল্যান্ড সফরও মিস করেন রাহুল। এজবাস্টন টেস্ট, তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডের একটিতেও খেলা হয়নি তার। জার্মানিতে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল। নিজের ফিটনেস পাওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়েও গিয়েছিলেন তিনি।