লর্ডসে দুই ফাইনাল, সৌরভের কমিটিতে ভেটরি-লক্ষণ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পরের আইপিএলে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে, বিশ্বাস ভেটরির

২৬ মে ২৫
বিসিসিআই

ইংল্যান্ডের লর্ডস গ্রাউন্ডে হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই ফাইনাল। যা অনুষ্ঠিত হবে আগামী ২০২৩ ও ২০২৫ সালে। বার্মিংহামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল লর্ডসে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি গড়ায় সাউদাম্পটনে। মূলত কোভিডের প্রটোকলের কারণে সাউদাম্পটনে হয়েছিল নিউজিল্যান্ড ও ভারতের এই ফাইনাল। যেখানে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। 


promotional_ad

এদিকে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে ব্যতীয় আইসিসির টেস্ট খেলুড়ে নয়টি দেশ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। ২ বছরের ব্যাপী এই টুর্নামেন্টে প্রতিটি দল ছয়টি করে সিরিজ খেলার ‍সুযোগ পায়। যার তিনটি ঘরের মাঠে ও তিনটি বিদেশের মাটিতে খেলতে হয়। 


আইসিসি বোর্ড পুরুষ ও নারী ক্রিকেটারদের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করলেও তা প্রকাশ করেনি। দ্রুতই সেটি প্রকাশ করা হবে বলে জানায় আইসিসি। এদিকে এজিএমে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 


আইসিসির মেন্স ক্রিকেট কমিটিতে যুক্ত করা হয়েছে ড্যানিয়েল ভেটরি ও ভিভিএস লক্ষণকে। বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে কাজ করবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ভারতের সাবেক ব্যাটার। তারা দুজনেই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে কাজ করবেন। 


এ ছাড়া সাবেক ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছেন রজার হার্পার। যেখান রয়েছেন মাহেলা জয়াবর্ধনেও। এদিকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে আইসিসির চেয়ারম্যান নির্বাচন। গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রয়েছেন গাঙ্গুলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball