আমরা চাইলেও রাসেল বা পোলার্ড হতে পারব না: মেহেদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৮ মিনিট আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটে গিয়ে দ্রুত রান তুলতে হয়। যেখানে পাওয়ার হিটিং খুবই গুরুত্বপূর্ণ। আর এই জায়গায় বরাবরই ব্যর্থ বাংলাদেশ। শেখ মেহেদি মনে করেন, বাংলাদেশের ব্যাটাররা শারীরিকভাবে পাওয়ার হিটিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়। তারা চাইলেও আন্দ্রেল রাসেল কিংবা কাইরন পোলার্ডের মতো পাওয়ার হিটার হতে পারবেন না এমনটাই ধারণা এই অলরাউন্ডারের।


টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার খুবই কম। যেখানে বড় দায় ব্যাটারদের। বাউন্ডারি হাঁকানোয় বেশ পিছিয়ে তারা। বিশ ওভারের খেলায় উইকেটে সেট হওয়ার খুব বেশি সময় পাওয়া যায় না, উইকেটে গিয়ে শুরু থেকেই শট খেলতে হয়।


promotional_ad

পাওয়ার হিটিংয়ের জন্য একজন ব্যাটারের যে ধরনের শারীরিক গড়ন প্রয়োজন হয়, সেটা বাংলাদেশীদের নেই। হরহামেশাই দেখা যায়, ক্যারিবিয়ানরা মাসেল পাওয়ার দিয়ে ছক্কা মারেন। এমনকি তাদের শটে খুব বেশি টাইমিংও করতে হয় না। তবে এখানেই অনেক পিছিয়ে বাংলাদেশ।


মেহেদী বলেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারব না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়।’


বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি করার জন্য একজন বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ প্রয়োজন বলে মনে করেন মেহেদী। তবে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের যে স্কিল আছে সেটি কোচ নিয়োগ দিয়েও খুব বেশি বাড়ানো সম্ভব নয় বলে মনে করেন এই অলরাউন্ডার।


মেহেদীর বলেন, ‘হ্যাঁ পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়ত ১০ শতাংশ এগিয়ে দিবে। কিন্তু ৩০ শতাংশ থেকে ১০০ শতাংশে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball