দীর্ঘ বিরতির পর কিউই শিবিরে উইলিয়ামসন-কনওয়ে-বোল্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিলিপসের চোটে ছুটি কমল ব্রেসওয়েলের
৭ ঘন্টা আগে
পূর্ণ শক্তির দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। সাদা বলের লড়াইয়ে লম্বা সময় পর মাঠে ফিরছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ছাড়া ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ডেভন কনওয়েরাও এই সফরের দলে ফিরেছেন।
আসন্ন আগস্টে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে কিউইরা। এই ছয়টি ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। উইলিয়ামসন ফেরায় ভারপ্রাপ্ত অধিনায়কত্ব থেকে নিস্তার পেয়েছেন টম লাথাম।

আরব আমিরাতে অনুষ্ঠেয় শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছেন উইলিয়ামসন ও কনওয়ে। আর বোল্ট, সাউদিরা শেষবার সাদা বলের ক্রিকেট খেলেছেন ভারতের মাটিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরপরই।
পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর
১ ঘন্টা আগে
দুই ভাগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে নিউজিল্যান্ড দল। লম্বা সময় পর দলে ফেরা ক্রিকেটাররা উড়াল দেবেন দেশ থেকে। আর বাকিরা নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর।
১০ আগস্ট কিংসটনে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজটি। ২০১৪ সালের পর এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে নিউজিল্যান্ড দল। এই সফরের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।