'এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেট সবচেয়ে কঠিন'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘টাকার জন্য ওয়াসিম-ওয়াকাররা সব করতে পারে’, দাবি রশিদের
৮ মার্চ ২৫
ক্রিকেটের সবেচেয়ে অভিজাত ফরম্যাট ভাবা হয় টেস্টকে। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট থেকেও কঠিন হয়ে গেছে ওয়ানডে ক্রিকেট এমনটাই মনে করেন রশিদ লতিফ। এই ফরম্যাটকে তুলনামূলক কঠিন ভাবার পেছনে দুটি কারণও উল্লেখ্য করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। এক ফরম্যাট থেকে অবসর নেয়ার কারণ হিসেবে ব্যাস্ত আন্তর্জাতিক সূচির কথা উল্লেখ্য করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। তবে রশিদ লতিফ মনে করেন, বাকি দুই ফরম্যাট থেকে এই ফরম্যাট কঠিন হওয়ায় ওয়ার্কলোড কমাতে ওয়ানডেকেই বেছে নিয়েছেন স্টোকস।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে নতুন ধারার সূচনা করেছে ইংল্যান্ড। সাদা পোশাকের ক্রিকেটেও যে আক্রমণাত্মক খেলা যায় এবং এভাবে সফল হওয়া যায়, তা করে দেখিয়েছে ইংলিশরা। তাছাড়া চলমান শ্রীলঙ্কা সফরে পাকিস্তানও বড় লক্ষ্য তাড়া করে জিতেছে।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৫ মিনিট আগে
লতিফ বলেন, 'এমনকি টেস্ট ম্যাচেও আপনি ২৫০ বা ৩০০ রান করছেন। ভারতের বিপক্ষে কয়েক ওভারে (দ্রুত রান তোলে) ২৫০ রান তাড়া করেছে (জিতেছে) ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৪ রান তাড়া করেছে (জিতেছে) পাকিস্তান, যার অর্থ তারা এটিকে সহজ মনে করছে এবং ওয়ানডে ক্রিকেট এই মুহূর্তে খেলা সবচেয়ে কঠিন।'
ওয়ানডে ক্রিকেটে দুই ইনিংসের শুরু থেকে দুই প্রান্তে দুটি নতুন বল ব্যবহার করা হয়। তাছাড়া ইনিংসের শুরুর দশ ওভারে পাওয়ার প্লে থাকে। সবমিলিয়ে এই ফরম্যাটে খেলাটা তুলনামূলক কঠিন বলে মনে করেন রশিদ লতিফ।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, 'এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে (সাফল্য পেতে) সবচেয়ে বেশি দক্ষতা প্রয়োজন। এখানে দুটি নতুন বল এবং একটি পাওয়ারপ্লে থাকে। একারণেই মানুষ ওয়ানডে ক্রিকেট থেকে সরে যাচ্ছে।'