সোহান যোগ্য বলেই ওকে অধিনায়কত্ব দেয়া হয়েছে: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিবদের লিগে পারিশ্রমিক বিতর্কে তোলপাড়, ৫ ম্যাচ বাতিল

২৪ জুলাই ২৫
ওপেন করতে নামছেন সাকিব আল হাসান, ফাইল ফটো

আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন চিন্তাধারাকে স্বাগত জানিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতে, যোগ্যতা আছে বলেই নেতৃত্বের মতো গুরুদায়িত্ব পেয়েছেন সোহান।


শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্যই টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেয়া হয়েছে সোহানকে। সেই সঙ্গে শুক্রবার আসন্ন জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টি-টোয়েন্টি দলের বাইরে রাখা হয়েছে আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকেও।


সোহানের অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে ও ভবিষ‌্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন‌্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন‌্য ভালো একটা চ‌্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’


promotional_ad

সাকিব আল হাসান এই পুরো সিরিজ থেকেই বিশ্রাম নিয়েছেন। ফলে তাকে বিবেচনার কোনো সুযোগই ছিল না বিসিবির সামনে। তবে জোর গুঞ্জন আছে, জিম্বাবুয়ে সিরিজ শেষে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে বাদ দিয়ে নেতৃত্ব তুলে দেয়া হবে সাকিবের কাঁধে।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান

১৭ জুলাই ২৫
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

এসব নিয়ে আপাতত ভাবছেন না সাকিব। টেস্ট অধিনায়কত্ব নিয়েই চিন্তা ভাবনা তার, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন‌্য সময় লাগবে। ট্র্যানজেকশন একটা সময়ের মধ‌্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের একটু সময় লাগবে।’


মূলত তারুণ্য নির্ভর একটি দলকেই জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলতে পাঠাচ্ছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে পেসার হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমনকে।


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball