লিজেন্ডস লিগের এবারের আসর ভারতে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

সেপ্টেম্বরে লিজেন্ডস লিগ ক্রিকেটের (এলএলসি) এবারের আসর আয়োজনের কথা ছিল ওমানে। যদিও এই টুর্নামেন্টটি সরিয়ে নেয়া হয়েছে ভারতে। মূলত দেশটির বিপুল সংখ্যক ক্রিকেট ভক্তদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।


লিজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম আসরের বেশিরভাগ ভিউয়ার্সই ছিল ভারতের। দেশটিতে এই টুর্নামেন্টের জনপ্রিয়তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্টটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রমন রাহেজা। যদিও প্রাথমিকভাবে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ওমানে।


promotional_ad

এ প্রসঙ্গে রাহেজা বলেন, 'আমরা টুর্নামেন্টটি ভারতের আয়োজনের জন্য ক্রমাগত অনুরোধ পাচ্ছি এবং আমরা লিজেন্ডস লিগের দ্বিতীয় আসর ঘরে ফিরিয়ে আনতে পেরে দারুণ আনন্দিত। ভারতের আমাদের সবচেয়ে বেশি ক্রিকেট ভক্ত রয়েছে।'


দর্শদের উদ্দেশ্যে লিজেন্ডস লিগের এই কর্মকর্তা আরও বলেন, 'প্রথম আসরে ভারতের সবচেয়ে বেশি ভিউয়ারশীপ ছিল। এরপর যথাক্রমে পাকিস্তান, শ্রীলঙ্কা ও পুরো বিশ্বের মানুষ আমাদের অনুসরণ করেছে। আমরা দর্শকদের ও ক্রিকেট ভক্তদের আরও ভালো অভিজ্ঞতা দিতে চাই। আমরা আশাবাদী যে ভক্তরা আমাদের সিদ্ধান্তে আনন্দিত হবেন।'


লিজেন্ডস লিগে অংশ নিতে এরই মধ্যে ১১০ জন ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সেই সঙ্গে দীনেশ রামদিন ও ইয়ন মরগানের খেলার কথা রয়েছে টুর্নামেন্টটিতে।


লিজেন্ডস লিগে অংশ নেয়ার জন্য নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন, পেসার মিচেল জনসন ও ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ম্যাট প্রায়র। গত সপ্তাহে ব্রেট লি, ইউসুফ পাঠান, জাগিন্দার শর্মা, লিয়াম প্লাঙ্কেট, মন্টি পানেসার, প্রভিন তাম্বে, নোমান ওঝা, স্টুয়ার্ট বিনি ও আসগর আফগানের খেলার কথা নিশ্চিত করেছে টুর্নামেন্টটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball