'টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বিপর্যয় সামলাবে কোহলি'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

সেঞ্চুরির খরা কাটানোর পেছনে দৌড়াতে গিয়ে নিজের ছন্দই হারিয়ে ফেলেছেন বিরাট কোহলি। একটা সময় মাঠে বোলারদের ত্রাস হয়ে রাজত্ব করা কোহলি ছুটে বেড়াচ্ছেন রানের খোঁজে। লম্বা সময় ধরে ছন্দে না থাকায় ভারতীয় দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তবে অজিত আগারকার মনে করেন, আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বাকপে দলের প্রয়োজনীয় মুহুর্তে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন কোহলি।


কোহলি এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি। শেষবার শতকের দেখা পেয়েছিলেন প্রায় ৩২ মাস আগে! তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও।


promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন স্রেফ ১ ও ১১। এরপর প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটে সেট হয়েও ১৬ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। সবমিলিয়ে এই সিরিজেও রানে ফিরতে পারেননি কোহলি।


আরো পড়ুন

ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের

২ ঘন্টা আগে
জস বাটলার ও বাবর আজম

অজিত বলেন, 'এটা অপরিপক্ক সিদ্ধান্ত (কোহলিকে বাদ দেয়া), এতে আমার কোন সন্দেহ নেই। সে রান পাচ্ছে না, তবে অন্য কয়েকজন ভালো পারফর্ম করছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের যদি (দ্রুত) দুই উইকেট পড়ে যায় তাহলে আপনি সেখানে বিরাট কোহলিকে খেলাতে চাইবেন। কারণ সে জানে কীভাবে বড় মঞ্চে চাপের মধ্যে ব্যাট করতে হয়।'


ভারতের পাইপলাইন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী। তাই দলে সুযোগ পেতে ক্রিকেটারদের কঠিন লড়াই করতে হয়। কোহলি যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তা দলের জন্যও ইতিবাচক নয়। তবে অভিজ্ঞতা আর অতীত পারফরম্যান্স বিবেচনায় দলে তার জায়গা নিয়ে কথা বলা উচিত নয় বলে মনে করেন অজিত।


কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমি নিশ্চিত যে, তাকে নিয়ে একটু উদ্বেগ আছে। কিন্তু বিরাট কোহলিকে পরিবর্তন করা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি মনে করি, এটা ঠিক নয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball