নিজেকে প্রমাণ করতে, কঠিন পরিস্থিতিতে পারফর্ম করতে হবে: বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর
১ ঘন্টা আগে
মাত্র ছয় টেস্টের ক্যারিয়ারেই অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন আব্দুল্লাহ শফিক। বিশেষ করে, সদ্য সমাপ্ত গল টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি, যেখানে বেশ কিছু রেকর্ডও হয়েছে। তবে সবচেয়ে বড় ব্যাপার, লঙ্কান স্পিনারদের সামনে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে লড়াই করেছেন এবং দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। তার মতো এমন তরুণ ক্রিকেটাররা তাদের সামর্থ্যের জানান দিতে ভিন্ন ও কঠিন পরিস্থিতে এভাবেই পারফর্ম করতে হবে বলে মনে করেন বাবর আজম।
গল টেস্টে শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ রান। আর শ্রীলঙ্কার ৭ উইকেট। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে লঙ্কান স্পিনারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন শফিক। এই ওপেনারের অপরাজিত শতকে লঙ্কার পাহাড় টপকে গল টেস্টে ইতিহাস গড়েছে পাকিস্তান। ৬ উইকেট হারিয়ে ৩৪১ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে বাবর আজমের দল। যা এই মাঠে কোনো দলের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এর আগে এই মাঠে আড়াইশ ছাড়ানো রান তাড়ার কীর্তি ছিল কেবল শ্রীলঙ্কার। সেই রেকর্ড ভেঙ্গেছে এবার পাকিস্তান। যেখানে বড় অবদান আছে শফিকের। ওপেনিংয়ে নেমে ১৬০ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন শফিক। ৪০৮ বল খেলে ইনিংসটি সাজান তিনি এক ছক্কা ও ৭ চারে।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৮ মিনিট আগে
বাবর বলেন, 'একজন তরুণ খেলোয়াড় যখন নিজের সামর্থ্য তুলে ধরতে চাইবে, তখন তাকে ভিন্ন ও কঠিন পরিস্থিতিতে পারফর্ম করতে হবে। এই ইনিংসে সে তার মান ও টেম্পারমেন্ট এবং আত্মবিশ্বাস দেখিয়েছে। মানসম্পন্ন বোলিংয়ের বিপক্ষে এমন ব্যাটিং তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।'
শফিকের এমন ম্যাচ জেতানো পারফরম্যান্সের প্রশংসা করতে ভুলেননি বাবর। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেছেন, এই তরুণ ওপেনারের মাঝে অনেক সম্ভাবনা আছে। পাকিস্তানের অধিনায়ক আশাবাদী, শফিক একদিন বিশ্বসেরাদের একজন হবে।
এ প্রসঙ্গে বাবর বলেন, 'সে যেভাবে খেলে তা খুবই নিখুঁত এবং সে যেভাবে মনোযোগ ধরে রাখে তা স্পষ্ট করে দেয় যে, আরও (সেঞ্চুরি) আসছে। যদিও সে মাত্র ছয়টি ম্যাচ খেলেছে এবং (এই মুহূর্তে তাকে বিশ্বের সেরা ওপেনার) বললে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি মনে করি এবং আশা করি খেলোয়াড় হিসেবে সে সেরাদের একজন হতে পারে।'