পাকিস্তানের স্থায়ী ব্যাটিং কোচ হচ্ছেন ইউসুফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইউসুফ
১৩ জুন ২৫
মোহাম্মদ ইউসুফকে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভি।
তাদের প্রতিবেদন মতে ইউসুফকে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের (এনএইচপিসি) ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে পিসিবি।

অতি শ্রীঘ্রই হাই পারফরম্যান্স সেন্টারের নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছে তারা। সেই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে পাকিস্তান।
তিনি ইউসুফের সঙ্গে কাজ করবেন এই বিশ্ব আসর জুড়ে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট গভর্নিং বডি।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রধান কোচ সাকলাইন মুস্তাকের পরামর্শে অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ইউসুফকে।
এরপর আরও বেশ কয়েকটি সিরিজে একই দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। চলতি শ্রীলঙ্কা সিরিজেও ব্যাটিং কোচের ভূমিকায় আছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার।