‘গতবার দিয়েছি এক লাখ, এবার ৫০ হাজার’

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৯ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব সাধারণ বার্ষিক সভাতেই (এজিএম) কাউন্সিলরদের জন্য বিশেষ উপহার থাকে। এবারের এজিএমেও কাউন্সিলদেরকে বিশেষ উপহার দেয়া হয়েছে। ৫০ হাজার টাকার সঙ্গে একটি মোবাইল দিলেও সেটি গতবারের তুলনায় কম। চলমান ব্যয় কমানো কার্যক্রমের অংশ হিসেবেই এটা করা হয়েছে বলে জানার নাজমুল হাসান পাপন।
গত বার্ষিক সভাতে ১ কোটি ৪০ লাখ টাকার ওপরে খরচ করে ১৮০টি ল্যাপটপ কেনা হয়েছিল, যার প্রতিটির মূল্য ছিল প্রায় ৮০ হাজার টাকা। এ ছাড়া সভায় যোগ দেওয়া কাউন্সিলরদের প্রত্যেককে দেওয়া হয়েছিল ১ লাখ টাকা করে।

নিজেদের ব্যয় কমাতে বিদেশ সফরে স্কোয়াড ও ম্যানেজমেন্টে থাকা সদস্যের সংখ্যা কমানোর পরিকল্পনা করেছে বিসিবি। যার শুরুটা হয়েছে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। ব্যয় কমানোর পরিকল্পনার প্রভাবপড়েছে কাউন্সিলরদের উপহারেও।
সোনারগাঁওয়ের প্যান প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হওয়া বার্ষিক সভায় আসা কাউন্সিলরা পেয়েছেন একটি মোবাইল ও ৫০ হাজার করে টাকা। বিসিবি যেহেতু ব্যয় কমানোর পথে হাঁটছে সেহেতু এজিএম পাঁচ তারকা হোটেলে আয়োজন না করে বিসিবিতেই আয়োজন করা যেতো কী না?
এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘গতবার ১ লাখ দেওয়া হয়েছিল, এবার দিছে ৫০ হাজার (কাউন্সিলরদের উপহার)। ৫০% কমে গেছে। বলেন কী, এটা তো অনেক কম। গতবার দেওয়া হয়েছিল ল্যাপটপ, এবার মোবাইল। কত সাশ্রয় হয়েছে আপনাদের কোনো ধারণা নেই। কথা হচ্ছে আমরা কাজ করেছি। তবে আগের বারের চেয়ে কম খরচ হয়েছে।’