আন্তর্জাতিক ক্রিকেট থেকে সিমন্সের অবসর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর

১ ঘন্টা আগে
বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন লেন্ডল সিমন্স। যদিও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চান ক্যারিবিয়ান এই ওপেনার। মারকুটে এই ওপেনারের অবসর নেয়ার খবরটি জানিয়েছে তার স্পোর্টস এজেন্সি ১২৪নটআউট।


১৬ বছরের লম্বা ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আটটি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ৬৮টি টি–টোয়েন্টি খেলেন সিমন্স। তিন ফরম্যাট মিলিয়ে তিন হাজার ৭৬৩ রান করেছেন ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সিমন্স।


promotional_ad

সিমন্সের অবসর প্রসঙ্গে তার এজেন্সির ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়, 'আপনার এজেন্সি হিসেবে আমরা আপনাকে কুর্ণিশ করছি, রাজা। আপনি তর্কযোগ্যভাবে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অবমূল্যায়িত ক্রিকেটার। এ কারণে আপনার অবসরের ঘোষণা আমরা সরে দাঁড়ানো হিসেবে মেনে নিচ্ছি এবং আমরা আমাদের ভুল শুধরে নেব।'


নিজের অফিসিয়াল টুইটারে অবসরের বার্তা দেন সিমন্সও, 'সব সংস্করণ মিলিয়ে ১৪৪ ম্যাচে ৩৭৬৩ রান করার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের শেষ টানছি। সুযোগটা দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাই।'


গত ১৫ জুলাই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) পাঠানো চিঠিতে নিজের অবসরের সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী সিমন্স। প্রায় একইসময়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে অবসরের চিঠি দেন দেশটির সাবেক অধিনায়ক দীনেশ রামদিনও।


ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে দারুণ ভূমিকা রাখেন সিমন্স। সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ৫১ বলে ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেন সিমন্স, যদিও সেভাবে আলো ছড়াতে পারেননি তিনি। সেই বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ দলে তাকে আর দেখা যায়নি।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball