পান্ত সাহসী ক্রিকেটার: বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে: নাসের

৩ ঘন্টা আগে
পায়ে চোট নিয়েও ব্যাটিং করেছেন পান্ত

ফরম্যাট যাই হোক মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন ঋষভ পান্ত। নিজের দিনে দলকে একাই টেনে নিতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার। যার সর্বশেষ উদাহরণ, ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে তার ম্যাচ জেতানো সেঞ্চুরি। তাইতো ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের অধিনায়কের মুখেও তার আক্রমণাত্মক মনোভাবের প্রশংসা শোনা গেছে। পান্তকে সাহসী ক্রিকেটার হিসেবে ব্যাখা করেছেন জস বাটলার।


ইতোমধ্যেই ভারতের ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপারদের একজন ভাবা হয় পান্তকে। তার অবশ্য যথেষ্ট কারণও আছে। এখনও পর্যন্ত টেস্টে ক্যারিয়ারে পান্তের সেঞ্চুরি সংখ্যা পাঁচটি। যার মধ্যে চারটি সেঞ্চুরিই করেছেন বিদেশের মাটিতে।


promotional_ad

যেখানে দলের বেশিরভাগ ব্যাটাররাই ব্যর্থ হয়েছেন, সেখানেই দাপট দেখিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। বিশেষ করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে তিনি ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন।সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে তিন ফরম্যাটেই দুর্দান্ত ছিলেন পান্ত। সাদা পোশাকে এজবাস্টন টেস্টে লড়াকু সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ওয়ানডেতে এসেও শেষ ম্যাচে দলের বিপর্যয়ের মুখে দারুণ এক সেঞ্চুরি করেছেন পান্ত।


আরো পড়ুন

ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের

২ ঘন্টা আগে
জস বাটলার ও বাবর আজম

ম্যাচ শেষ বাটলার বলেন, 'পান্ত অসাধারণ একজন খেলোয়াড়। আমি মনে করি, তার মানসিকতাই তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করেছে। পান্ত একজন সাহসী ক্রিকেটার এবং প্রতিভাবান। সে সব ফরম্যাটেই দারুণ খেলে। আমি মনে করি, সে দল থেকে অনেক সমর্থন পায়, যাইহোক সে তার দলের হয়ে খেলতে (ভালো পারফর্ম করতে) চায়।'


সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়েছেন জস বাটলার। তবে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে ইংলিশরা। তবে এই খারাপ সময় কাটিয়ে শীঘ্রই ঘুরে দাঁড়াবে দল বলে মনে করেন বাটলার।


ইংল্যান্ডের অধিনায়ক বলেন, 'আমি মনে করি, আমাদের আরও ভালো করতে হবে। সাম্প্রতিক সময়ে আমরা খুব বেশি ওয়ানডে ক্রিকেট খেলিনি। আমি মনে করি, আমরা আবার ছন্দে ফিরবো। ম্যাচে অবশ্যই অনেক মোড় ছিল। আমরা সত্যিই ভালো খেলতে পারিনি এবং বড় জুটি গড়তে পারিনি। আমরা বিশ্বের বিভিন্ন কন্ডিশনে খেলেছি। আমাদের আরও ভালো খেলতে হবে। আমরা শুধু ইতিবাচক ক্রিকেট খেলতে বিশ্বাস করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball