দুই ধাপে দেশে ফিরছে টাইগাররা, এখনই ফিরছেন না তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৭ মিনিট আগে
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আগামী ২০ ও ২১ জুলাই দুটি বহরে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল। দুই বহরই ঢাকায় নামবে বিকেল ৫টায়। দলের সঙ্গে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ থেকে ছুটি কাটাতে ইংল্যান্ডে যাবেন তিনি।
মূলত টিকিট সংক্রান্ত জটিলতায় একসঙ্গে আসতে পারছেন না দলের অন্যান্য ক্রিকেটাররা। এ কারণে দুই ভাগে ভাগ হয়ে বিমানে উঠতে হচ্ছে তাদের। এছাড়া বিদেশি কোচিং স্টাফদের কেউ কেউ ছুটি কাটাতে নিজ দেশে যাবেন।

জানা গেছে, হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়েতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। নিজ দেশে ফিরে যাচ্ছেন সিডন্স। অস্ট্রেলিয়া থেকে জিম্বাবুয়েতে দলের সঙ্গে একত্র হবেন তিনি।
পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর
১ ঘন্টা আগে
এদিকে দেশে ফেরার কিছুদিন পর (২৭ জুলাই) আবারও জিম্বাবুয়েতে যেতে হবে টাইগারদের। সেখানে তিনটি ওয়ানডে আর সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে এবার শুরুটা একবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে তারা। তারপর টি-টোয়েন্টি সিরিজেও আশানরুপ ফল আনতে পারেনি মাহমুদউল্লাহর দল।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর পরের দুটি ম্যাচে হেরেছে মাহমুদউল্লাহবাহিনী। তারপর অবশ্য জয়ের ধারায় ফিরে বাংলাদেশ। পরপর তিনটি ওয়ানডে জিতে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তামিমের দল।