সোহান দলে জায়গা প্রায় পাকা করে ফেলছে: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সুযোগ পান নুরুল হাসান সোহান। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। ওয়ানডে দলপতি তামিম ইকবালের মনও জয় করে নিয়েছেন তিনি।


ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন সোহান। দুটো ম্যাচেই অপরাজিত থেকে দলকে রান তাড়া করে জিতিয়েছেন তিনি। যেহেতু রান তাড়া করতে নামেন, অনেক বেশি রান করার সুযোগও ছিল না তার।


promotional_ad

প্রথম ম্যাচে সোহান যখন উইকেটে যান তখন বাংলাদেশ দলের বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ২০ রানে অপরাজিত থেকে সেই সম্ভাবনা রীতিমতো উড়িয়ে দেন সোহান। শেষ ম্যাচেও ৩৮ বলে ৩২ রান করেন তিনি। পাশাপাশি দুর্দান্ত কিপিংও করেন তিনি।


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

ক্যরিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর তামিম বলেন, 'ব্যাটিং লাইন আপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তিনজনকেই পাইনি আমরা। অন্যদের জন্য এটি ছিল দারুণ সুযোগ। আমার মনে হয় ওরা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। বিশেষ করে সোহান। যখনই সুযোগ পেয়েছে, সে ঠাণ্ডা মাথায় ও ধীরস্থির হয়ে খেলেছে। আজকেও যেমনটি দেখিয়েছে। খুব ভালো ব্যাট করেছে।'


'সোহান প্রায় জায়গা পাকা করে ফেলছে। সামনে যদি ওকে খেলা মিস করতে হয় অন্যদের কারণে, অপেক্ষমান হিসেবে সবার আগে সে-ই থাকবে। এরকম সুযোগ এলে তাই যতটা সম্ভব কাজে লাগানো উচিত।'


ওয়ানডে ক্যারিয়ারে ৫ ইনিংস খেলে এখন পর্যন্ত সোহানের গড় ৮২.৫০, স্ট্রাইক রেট ৯৪.৮২। যদিও সাকিব-মুশফিকরা দলে ফিরলে আবারও সুযোগের অপেক্ষায় থাকতে হবে তাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball