পাকিস্তান সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

গত অক্টোবরে পাকিস্তান সফর করার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই সফর স্থগিত করেছিল ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্থগিত হওয়া সেই সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। তার আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইসিবির একটি পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করার সিদ্ধান্ত নিয়েছে।


আগামী ১৭ জুলাই ইসিবির পর্যবেক্ষক দল পাকিস্তানে পা রাখবে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্ত, দুইজন নিরাপত্তা কর্মী এবং পেশাদার ক্রিকেটারদের এসোসিয়েশনের পক্ষ থেকে একজনসহ মোট চার জন ইসিবি কর্মকর্তাদের সঙ্গে যোগ দেবেন। এই সময়ে তারা ভেন্যু এবং টিম হোটেল পরিদর্শ করবেন।


promotional_ad

পিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 'প্রতিনিধিদল ভেন্যু, টিম হোটেল পরিদর্শন করবে এবং ইংল্যান্ড দলের সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা কর্মকর্তাদের সাথেও দেখা করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুই জন নিরাপত্তা বিশেষজ্ঞ এবং তাদের পেশাদার ক্রিকেটারদের এসোসিয়েশনের একজন প্রতিনিধিসহ এই প্রতিনিধি দল লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি সফর করবে।'


আরো পড়ুন

শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন রুট, বিশ্বাস পোপের

৩০ মিনিট আগে
জো রুট (বামে) ও শচিন টেন্ডুলকার (ডানে), ফাইল ফটো

এর আগে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গেলেও নিরাপত্তাজনিত কারণে সিরিজ না খেলেই দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিউইদের পরপরই অভিন্ন কারণে পাকিস্তান সফর স্থগিত করেছিল ইংলিশরাও।


এরপর পিসিবির পক্ষ থেকে পাকিস্তানে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হলেও রাজি হয়নি কেউই। তবে এবছর অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফর করেছে। আর এবার ইংল্যান্ডও, পাকিস্তান সফরে আসছে।


পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে লাহোর, করাচি, মুলতান এবং রাওয়ালপিন্ডি সহ মোট চারটি ভেন্যুতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball