কোহলিও যে মানুষ তা এখন বোঝা যাচ্ছে: বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

একটা সময় বিরাট কোহলি ব্যাটিংয়ে নামলেই রেকর্ডের পাতা উল্টাতে হতো। ফরম্যাট যাই হোক বড় ইনিংস খেলা ছিল তার অভ্যাস। এমন অতিমানবীয় পারফরম্যান্সের কারণে তার ভক্তরা কিং নামে ডাকতো। অথচ সেই কোহলিই এখন রান খরায় ভুগছেন। ভারতের সাবেক এই অধিনায়কের এতসব অর্জনের প্রতি সম্মান রেখেই জস বাটলার বলেছেন, কোহলিও যে মানুষ তা এখন বোঝা যাচ্ছে।


কোহলি এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি। শেষবার শতকের দেখা পেয়েছিলেন প্রায় ৩২ মাস আগে! তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও।


promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৬ রানে আউট হয়েছেন কোহলি। যেখানে তার কাছে বড় ইনিংস প্রত্যাশা করছিল দল। ম্যাচ শেষে তার এমন ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল প্রতিপক্ষ অধিনায়কের সংবাদ সম্মেলনেও। সেখানে বাটলার অবশ্য কোহলির পাশেই দাঁড়িয়েছেন।


আরো পড়ুন

শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন রুট, বিশ্বাস পোপের

৩১ মিনিট আগে
জো রুট (বামে) ও শচিন টেন্ডুলকার (ডানে), ফাইল ফটো

বাটলার বলেন, 'আমার মনে হয়, আমাদের বাকি সবার জন্য এটা একটা ফুরফুরে ব্যাপার যে, সে আসলে মানুষ এবং সেও কিছু ম্যাচে কম রানে আউট হতে পারে। তবে দেখুন, ওয়ানডেতে সে যদি সবচেয়ে সেরা নাও হয়, তবু সেরাদের একজন হয়েই আছে।'


এখনও পর্যন্ত তিন ফরম্যাটের ক্রিকেটেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন কোহলি। সব ধরনের ক্রিকেট দাপিয়ে বেড়ানো এই টপ অর্ডার ব্যাটার বেশ কিছু রেকর্ডও নিজের করেছেন। এক সময়তো ভাবা হতো শচিন টেন্ডুলকারের একশো সেঞ্চুরির রেকর্ডও ভেঙ্গে দেবেন তিনি।


বাটলার বলেন, 'অনেক বছর ধরেই সে অসাধারণ এক ক্রিকেটার। তাকে দিয়ে আরেকবার প্রমাণ হয়, ব্যাটারদের এমন ফর্ম আসে, যখন সে যতটা ভালো, ততটা পারফর্ম করতে পারে না। তবে প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে আমি তো নিশ্চিতভাবেই জানি, তার মানের একজন ব্যাটারের বড় একটি ইনিংস প্রাপ্য হয়ে গেছে। শুধু আশা করতে পারি, আমাদের বিপক্ষে যেন না আসে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball