ভিন্ন পন্থায় টি-টোয়েন্টিতে সফলতার উপায় খুঁজছেন ডমিঙ্গো

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

২৯ মার্চ ২৫
বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাসেল ডমিঙ্গো

ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠলেও এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়ার রসদ খুঁজে পায়নি বাংলাদেশ। ধারাবাহিকভাবে ব্যর্থতার পরও রাসেল ডমিঙ্গো মনে করেন, ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের উন্নতি হয়েছে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। 


চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে নিকোলাস পুরানের টি-টোয়েন্টি দলের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেরে উঠতে না পারার জন্য দুই দলের ক্রিকেটারদের শারীরিক আকৃতি ও শক্তিকে ঢাল বানিয়েছেন ডমিঙ্গো। 


promotional_ad

দ্বিতীয় ওয়ানডেতে শেষে টিভিতে ধারাভাষ্যকার ইয়ান বিপশের সঙ্গে আলাপকালে ডমিঙ্গো বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যদিও ফল পক্ষে আসেনি, তবে আমাদের উন্নতি হচ্ছে। দুটি ম্যাচে ১৬০ রান স্পর্শ করেছি আমরা, এই জায়গাটায় আমরা উন্নতির চেষ্টা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ের ধরন নিয়ে কাজ করছি আমরা।’


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

‘এটা মহাকাশ বিজ্ঞান নয় যে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা শারীরিক আকৃতিতে আমাদের চেয়ে বড়। ওরা বল পাঠায় স্টেডিয়ামের ছাদে, আমরা কোনোরকমে সীমানা পার করি। শক্তি তাই একটি বড় ব্যাপার।’


কদিন আগে লিটন দাস আক্ষেপ করে জানিয়েছিলেন, চাইলেও বাংলাদেশের ক্রিকেটাররা পাওয়ার ক্রিকেট খেলতে পারে না। পাওয়ার ক্রিকেট খেলার জন্য শারীরিক আকৃতিতে ও শক্তিতে পিছিয়ে থাকায় টি-টোয়েন্টিতে ভালো করতে ভিন্ন পথে হাঁটছেন ডমিঙ্গো।


চার ছক্কা মেরে দ্রুত রান তুলতে না পারায় ক্রিকেটারদের গ্যাপ দিয়ে রান বের করার পরামর্শ দিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘রান করার ভিন্ন পথ খুঁজতে হবে আমাদের। লিটন দাসের মতো ক্রিকেটাররা হয়তো বিগ হিটার নয়, তবে ফাঁকা জায়গা বল পাঠানোর স্কিল তো আছে।


‘(মাহমুদউল্লাহ) রিয়াদ এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল পাঠাতে পারে। এই জায়গাগুলোয় আমরা উন্নতি করতে পারি আরও। গ্যাপে বল পাঠানো নিয়ে অনেক কাজ করছি আমরা। আমরা বল মেরে খুব বেশি দূরে পাঠাতে পারি না, কারণ জাতিগতভাবেই আমরা ছোটখাটো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball