তামিম পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দেয়: ডমিঙ্গো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম

২২ জুলাই ২৫
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল

নেতৃত্ব সামলে নিজে পারফর্ম করাটা বরাবরই বাড়তি চাপ। অধিনায়কত্বের এই বাড়তি চাপটাই যেন উপভোগ করেন তামিম ইকবাল। ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে আরও বেশি ধারাবাহিক হয়ে উঠেছেন তিনি। যা শোনা গেছে রাসেল ডমিঙ্গোর কণ্ঠেও। বাংলাদেশের প্রধান কোচ বলেন, তামিম তার পারফরম্যান্স দিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে অপরাজিত ফিফটি করেন তামিম। ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অধিনায়ক এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন এবং শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।


promotional_ad

এরআগে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচেও রান তাড়ায় তামিম অপরাজিত ছিলেন ৮৭ রানে। গত বছর জিম্বাবুয়ে সফরের শেষ ওয়ানডেতে প্রায় তিনশ রান তাড়ার ম্যাচেও বাংলাদেশের অধিনায়কের ব্যাট থেকে এসেছিল ৯৭ বলে ১১২ রান।


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

ডমিঙ্গো বলেন, 'সে এমন একজন, ছেলেরা যার সঙ্গ পছন্দ করে। সে নিজে পারফর্ম করে, নেতা হিসেবে যা মূল কাজগুলির একটি। সে রান করে, আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। কিছু নেতা নেতৃত্ব দেয় নিজের খেলার ধরন দিয়েই। সে পারফরম্যান্স দিয়েই নেতৃত্ব দেয়।'


ডমিঙ্গোর মতে, ব্যাটার তামিমের পারফরম্যান্স সহায়তা করে অধিনায়ক তামিমকে। পাশাপাশি দল সংশ্লিষ্ট অনেক কিছুতে সরাসরি সম্পৃক্ত থেকে তামিম দলের ভেতর ভালো আবহ নিশ্চিত করেন। যা ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারণও বটে।


ডমিঙ্গো বলেন, 'টিম মিটিং সে উপভোগ করে। শুধু সেটিই নয়, আমার সঙ্গে বা অ্যানালিস্টের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে। বোলিং কোচের মিটিংয়েও সে থাকে, যেন বোলারদেরকে অনুবাদ করে বুঝিয়ে দিতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball