তামিম পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দেয়: ডমিঙ্গো

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম
২২ জুলাই ২৫
নেতৃত্ব সামলে নিজে পারফর্ম করাটা বরাবরই বাড়তি চাপ। অধিনায়কত্বের এই বাড়তি চাপটাই যেন উপভোগ করেন তামিম ইকবাল। ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে আরও বেশি ধারাবাহিক হয়ে উঠেছেন তিনি। যা শোনা গেছে রাসেল ডমিঙ্গোর কণ্ঠেও। বাংলাদেশের প্রধান কোচ বলেন, তামিম তার পারফরম্যান্স দিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে অপরাজিত ফিফটি করেন তামিম। ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অধিনায়ক এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন এবং শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।

এরআগে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচেও রান তাড়ায় তামিম অপরাজিত ছিলেন ৮৭ রানে। গত বছর জিম্বাবুয়ে সফরের শেষ ওয়ানডেতে প্রায় তিনশ রান তাড়ার ম্যাচেও বাংলাদেশের অধিনায়কের ব্যাট থেকে এসেছিল ৯৭ বলে ১১২ রান।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৭ ঘন্টা আগে
ডমিঙ্গো বলেন, 'সে এমন একজন, ছেলেরা যার সঙ্গ পছন্দ করে। সে নিজে পারফর্ম করে, নেতা হিসেবে যা মূল কাজগুলির একটি। সে রান করে, আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। কিছু নেতা নেতৃত্ব দেয় নিজের খেলার ধরন দিয়েই। সে পারফরম্যান্স দিয়েই নেতৃত্ব দেয়।'
ডমিঙ্গোর মতে, ব্যাটার তামিমের পারফরম্যান্স সহায়তা করে অধিনায়ক তামিমকে। পাশাপাশি দল সংশ্লিষ্ট অনেক কিছুতে সরাসরি সম্পৃক্ত থেকে তামিম দলের ভেতর ভালো আবহ নিশ্চিত করেন। যা ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারণও বটে।
ডমিঙ্গো বলেন, 'টিম মিটিং সে উপভোগ করে। শুধু সেটিই নয়, আমার সঙ্গে বা অ্যানালিস্টের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে। বোলিং কোচের মিটিংয়েও সে থাকে, যেন বোলারদেরকে অনুবাদ করে বুঝিয়ে দিতে পারে।'