সাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন নাসুম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম
১৮ মে ২৫
সাকিব আল হাসান স্কোয়াডে ছিলেন না বলেই বাঁহাতি স্পিনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সুযোগ হয়েছে নাসুম আহমেদের। সাকিব ফিরলে অন্তত ওয়ানডে ফরম্যাটে একাদশে থাকা নিয়েই শঙ্কায় পড়তে হবে নাসুমকে। তবে এসব নিয়ে একেবারেই ভাবছেন না নাসুম। সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে চান এই স্পিনার।
এই সিরিজে এখন পর্যন্ত অসাধারণ সব পারফরম্যান্স করেছেন নাসুম। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৯ রানে আটকে রাখার ম্যাচে ৮ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৬ রান দেন নাসুম। যদিও উইকেট পাননি তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বোলিং করে চার মেইডেনের সাহায্যে মাত্র ১৯ রান দিয়ে উইকেট নেন তিনটি। হয়েছেন ম্যাচসেরাও। সাকিব আল হাসান বা তাইজুল ইসলামের ভিড়ে কোনোভাবে সুযোগ পেলে নিজের অসাধারণ পারফরম্যান্স বজায় রাখতে চান তিনি।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৭ ঘন্টা আগে
নাসুম বলেন, ‘তাইজুল (ইসলাম) ভাই ওনার জায়গায় খেলবে, আমি আমার জায়গায়। আমি তাইজুল ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, সাকিব ভাইয়ের সঙ্গেও না। দলে প্রতিষ্ঠিত হয়ে গেছি এমন না। যে কটা ম্যাচই খেলি, ভালো খেলার প্রবণতা থাকে। স্থায়ী হয়ে গেছি, এটি মনে করি না। আমাকে খেলতে হলে পারফর্ম করেই খেলতে হবে।’
প্রথম ওয়ানডেতে ৮ ওভারের মধ্যে ৪০টি ডট বল খেলেন নাসুম। দ্বিতীয় ওয়ানডেতে দশ ওভারের মধ্যে ৪৮টি বলে কোনও রানই দেননি তিনি। মূলত ডট বল করার পরিকল্পনা ছিল তার।
নাসুম আরও বলেন, ‘আমার প্রথম পরিকল্পনাই থাকে ডট বল করা। পাওয়ারপ্লেতে (বোলিং) করতে হয়, ফলে প্ল্যান থাকে যাতে রানটা আটকাতে পারি। ওই পরিকল্পনাতেই সফল হয়েছি। উইকেট পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথম ম্যাচে উইকেট না পাওয়াতে যে আক্ষেপ ছিল, সেটি চলে গেছে আরকি।’