গায়ানার উইকেট মিরপুরের চেয়েও বাজে: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

খেলা হলেই সমালোচনার জন্ম দেয় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। স্লো এবং টার্নিং উইকেটটি নিয়ে সফরকারী দলগুলোকে সবসময়ই অসন্তুষ্ট থাকতে দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জিতেও উইকেট নিয়ে খুশি ছিলেন না তামিম ইকবাল। তার মতে, গায়ানার উইকেট মিরপুরের চেয়েও খারাপ।


??ায়ানায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে মাত্র ১৫০ রানের লক্ষ্য দিতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিল বাংলাদেশের স্পিনাররা। নাসুম আহমেদ উইকেট না পেলেও আট ওভারে তিন মেইডেনে মাত্র ১৬ রান দেন।


আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন ৩৬ রান খরচায় নেন তিন উইকেট। তারপর বাংলাদেশের ইনিংসের চার উইকেটের মধ্যে তিনটিই নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা। দ্বিতীয় ওয়ানডেতেও একই ধারা বজায় ছিল।


promotional_ad

এ দিন ওয়েস্ট ইন্ডিজ থামে মাত্র ১০৮ রানে। আগের ম্যাচে অভিষেক হওয়া নাসুম এবার দশ ওভারে দেন মাত্র ১৯ রান, নেন তিন উইকেট। মিরাজ ২৯ রানে নেন চার উইকেট। এমন স্পিন-বান্ধব উইকেটে কারও ব্যাটিং বিশ্লেষণ করতে নারাজ তামিম।


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

১ ঘন্টা আগে
টিম ডেভিড, ফাইল ফটো

তিনি বলেন, ‘আমার মনে হয় এসব উইকেটে ব্যাটারদের বিচার করা ঠিক না। বলা যায় মিরপুরের চেয়ে বাজে উইকেট। কারণ এই উইকেটে আপনি কখন কোন বলে আউট হয়ে যাবেন আগে থেকে বোঝা কঠিন। এর প্রতিচ্ছবিতো দেখতেই পাচ্ছেন দুই ম্যাচেই, ১০০ আর ১৫০ রানের খেলায়।’


ম্যাচটিতে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ৪৮ রানের জুটি। তামিমের কাছে অবশ্য এই ৪৮ রানই শতরানের মতো।


তিনি আরও বলেন, ‘এ জায়গায় আমি আসলে কাউকে বিচার করতে চাই না। কিন্তু যতক্ষণ ব্যাটিং করতেছে সে ভালো ব্যাটিং করছিল। আলহামদুলিল্লাহ আমরা (তামিম-শান্ত) ৪৮ রানের দারুণ একটা পার্টনারশিপ করেছি। ৪৮ সংখ্যাটা দেখতে একটু ছোট লাগলেও এই উইকেট বিবেচনায় এটা ১০০ রানের সমতুল্য।’


সিরিজ জয়ের ম্যাচে ৬২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তামিম। অপরদিকে ৩৬ বলে ২০ রান করে গুড়াকেশের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। তিনে নামা লিটন ২৭ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball