লিটনই বলেছিল শান্তকে ওপেনিং করাতে: তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম
২২ জুলাই ২৫
মাত্র ১০৯ রানের লক্ষ্য। তবুও ওয়ানডে সিরিজ জয়ের জন্য কোনও প্রকার ঝুঁকিই নিতে চায়নি বাংলাদেশ দল। নিজেদের ইনিংসের শুরু থেকেই উইকেট বাঁচিয়ে খেলেছে তারা। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে এ দিন ইনিংস উদ্বোধন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে জানা গেল, আরেক ওপেনার লিটন দাসের পরিকল্পনাতেই এই সিদ্ধান্ত নেন তামিম।
গায়ানার স্লো উইকেটে বাংলাদেশের সামনে খুবই বিপদজনক হতে পারতো ওয়েস্ট ইন্ডিজের দুই বাঁহাতি স্পিনার গুড়াকেশ মতি ও আকিল হোসেন। এই দুজনের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিতে এ দিন ইনিংস উদ্বোধন করতে নামেন বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটার তামিম ও শান্ত।

ইনিংস উদ্বোধন করতে নেমে তামিম-শান্ত মিলে তোলেন ৪৮ রান। গায়ানার এমন স্লো উইকেটের প্রেক্ষিতে এই ৪৮ রানকেই শতরানের জুটি বলছেন তামিম।
পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
৬ জুলাই ২৫
ম্যাচ শেষে তামিম বলেন, 'শান্তকে নিয়ে ওপেন করা.. এটা লিটনের সিদ্ধান্ত ছিল। আমাকে বলতেই হবে। আমাদের ফিল্ডিংয়ের শেষ দিকে সে এসে আমাকে বলল, ‘আপনারা দুজন ওপেন করলে কেমন হয়?’ কারণ, ওদের মূল অন্ত্র বাঁহাতি দুই স্পিনার। আমার মনে হয়, তার ভাবনাটা দারুণ ছিল। বল অনেক স্পিন করছিল, ডানহাতির জন্য কাজটা একটু কঠিন অবশ্যই হতো।'
'আমি আর শান্ত যখন ব্যাটিংয়ে গেলাম, আমরা বলেছিলাম যে রান না হলেও সমস্যা নেই। ওদের ওভারগুলো যদি শেষ হয়ে যায়, তার পরও ৩০ ওভার বাকি থাকে। তার পর আমাদের দারুণ এক জুটি হয় ৪৮ রানের। ৪৮ রান এমনিতে ছোট লাগে। কিন্তু এই উইকেটে ৪৮ রানকে বলা যায় শতরানের জুটির মতো। আমার মনে হয় আমরা ভালোই করেছি।'
সিরিজ জয়ের ম্যাচে ৬২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তামিম। অপরদিকে ৩৬ বলে ২০ রান করে গুড়াকেশের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। তিনে নামা লিটন ২৭ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন।