সবাই সহযোগিতা করায় তামিম ভাইয়ের কাজ সহজ হয়ে যাচ্ছে: মিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম
২২ জুলাই ২৫
ওয়ানডে ফরম্যাটে বেশ কয়েকবছর ধরেই শক্তিশালী বাংলাদেশ। তামিম ইকবাল অধিনায়ক হওয়ার পরও সেই ধারা বেশ ভালোভাবেই বজায় রেখেছেন। এক্ষেত্রে অবশ্য তামিমের চাইতে দলের বাকি সদস্যদের অবদান বেশি করে মূল্যায়ন করছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিন অলরাউন্ডারের মতে, দলের বাকি সদস্যরা অধিনায়ককে সাহায্য করার কারণেই কাজ সহজ হয়ে যাচ্ছে তামিমের।
অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত দারুণ সফল তামিম। এখন পর্যন্ত ছয়টি সিরিজে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে পাঁচটিতেই জিতিয়েছেন বাঁহাতি এই ওপেনার। তামিমের নেতৃত্বে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ।

এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জেতাকে বাড়তিভাবে মূল্যায়ন করতেই হবে। এই পাঁচটি সিরিজে জয়ের পাশাপাশি অবশ্য নিউজিল্যান্ডেই ব্যর্থ হয় তামিমের দল। এবার ক্যারিবিয়ানদের বিপক্ষেও ভালো অবস্থানে আছে তামিমের দল। বাকি দুই ওয়ানডের একটিতে জিতলেই সিরিজ জেতা হয়ে যাবে টাইগারদের।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৭ ঘন্টা আগে
তামিমের নেতৃত্ব প্রসঙ্গে মিরাজ বলেন, 'তামিম ভাই তো খুব ভালো অধিনায়কত্ব করছেন এবং সফলও হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে আমরা সিরিজ জিতেছি। চার-পাঁচটি সিরিজ জিতেছি আমরা তার নেতৃত্ব। খুব ভালো অধিনায়কত্ব করছেন তিনি এবং সবচেয়ে বড় কথা হলো, তাকে সবাই সাপোর্ট করছেন পেছন থেকে। ফিল্ডার বলেন বা বোলার-ব্যাটসম্যান, সবাই সাপোর্ট করায় তার কাজ সহজ হয়ে যাচ্ছে।'
'সবাই যদি যার যার ভূমিকা পালন করতে পারে, তাহলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। আমরা মনে করি, খেলোয়াড়রা সবাই তার পাশে আছি, সবাই চেষ্টা করছি নিজের ভূমিকা পালন করতে।'
অথচ এবারের ওয়ানডে সিরিজ শুরুর আগেও ভালো ছন্দে ছিল না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয়ই খুঁজে পাচ্ছিল না লাল-সবুজের দল। টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-০ তে হারে বাংলাদেশ।